বিজয়ন-কন্যার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তে ইডি

শুধু তাই নয়, জানা গিয়েছে এই দুই সংস্থাতেই সফটঅয়্যার ডেভেলপমেন্টের কাজ করে বীণার সংস্থা। ২০২৩ সালে বিষয়টা প্রকাশ্যে আনে কেরলের স্থানীয় সংবাদমাধ্যম।

Must read

প্রতিবেদন : আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগে এবার বিদ্ধ সিপিএমের শীর্ষ নেতার মেয়েও। ফলে দেশের একমাত্র বামশাসিত রাজ্যে লোকসভা নির্বাচনের মুখে গভীর অস্বস্তিতে সিপিএম। কেরলের বাম সরকারের মুখ্যমন্ত্রী সিপিএমের পলিটব্যুরোর সদস্য পিনারাই বিজয়নের কন্যা বীণার বিরুদ্ধে আর্থিক অনিয়মের মামলা রুজু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একটি তথ্যপ্রযুক্তি সংস্থার মালিক বীণা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, দু’টি সংস্থার সঙ্গে বীণার সংস্থায় অর্থ লেনদেন হয়েছিল সম্পূর্ণ বেআইনিভাবে।

আরও পড়ুন-আদালতেই সবকিছু ফাঁস করে দেবেন কেজরিওয়াল, ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রী-জায়া সুনীতার

এই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করল ইডি। ফলে প্রশ্ন উঠেছে, যে সিপিএম কথায় কথায় দুর্নীতির বিরুদ্ধে গলা ফাটায়, তারা নিজে দুর্নীতির পাঁকে এভাবে ডুবে যাচ্ছে কেন? লক্ষণীয়, বিজয়নের জামাইও কেরলের মন্ত্রী। পিনারাই মন্ত্রিসভায় পর্যটনমন্ত্রীর দায়িত্বে রয়েছেন বীণার স্বামী মহম্মদ রিয়াজ়। ২০২০ সালে কোভিডের প্রবল চোখ রাঙানির সময় ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে রিয়াজ় এবং বীণার চার হাত এক হয়েছিল। রিয়াজ় ছিলেন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সভাপতি। বিজয়ন কন্যার বিরুদ্ধে অভিযোগ, কেরলের কোচির দুই সংস্থা বীণার সংস্থায় ১.২১ কোটি টাকা দিয়েছিল। এই লেনদেন বেআইনিভাবে হয়েছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, জানা গিয়েছে এই দুই সংস্থাতেই সফটঅয়্যার ডেভেলপমেন্টের কাজ করে বীণার সংস্থা। ২০২৩ সালে বিষয়টা প্রকাশ্যে আনে কেরলের স্থানীয় সংবাদমাধ্যম।

Latest article