সংবাদদাতা, পুরুলিয়া : একেই বলে পাপের ঘড়া পূর্ণ। বিজেপির দলের মধ্যেই দানা বাঁধছে বিদ্রোহ, জোরালো হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। এবার বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধেই আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুললেন পুরুলিয়া জেলা পরিষদের বিজেপি সদস্য মণি মাহাতো। বরাবাজার ব্লকের বিডিও এবং জেলা পরিষদ সভাধিপতির কাছে এ নিয়ে তদন্তেরও আবেদন জানিয়েছেন তিনি। প্রশাসনকে তদন্ত করতে বলেছেন সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-বিশ্ব মিডিয়ার স্বাধীনতার মানদণ্ড, বহু পিছনে পড়ে ভারত
সভাধিপতি বলেন, ওই জেলা পরিষদ সদস্য যে আবেদন করেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরাবাজার ব্লকের লটপদা গ্রাম পঞ্চায়েতের সরবেড়িয়া ও মুকুন্দপুর গ্রামে আবাস যোজনার বাড়ি নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনেছেন ওই সদস্য। অভিযোগ, কেউ আগে একবার বাড়ি পাওয়ার পর আবার তাঁর নামে বাড়ি মঞ্জুর হয়েছে। বড়লোককেও বাড়ি দেওয়া হয়েছে। একই পরিবারের একাধিক ব্যক্তিকে বাড়ি দেওয়া হয়েছে।
অভিযোগকারী মণি মাহাতো বলেন, ‘‘দুর্নীতি দেখলে চুপ করে বসে থাকতে পারি না। দল করি বলে দুর্নীতির সঙ্গে আপস করতে পারব না।’’ তাঁর অভিযোগ, পঞ্চায়েতে শতাধিক বাড়ি ঘিরে এমন দুর্নীতি হয়েছে।
আরও পড়ুন-পাঠ্যক্রমে আসুক বেদ, কিন্তু অনৃতের উচ্চারণ হয়ে নয়
বরাবাজার ব্লকের বিডিও মাসুদ রাইহান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে। পঞ্চায়েত প্রধান রিনা বাস্কে বলেন, ‘‘যে অভিযোগ তোলা হয়েছে, তা ঠিক নয়।’’ বিজেপি জেলা সভাপতি বিবেক রাঙা বিষয়টি সম্পর্কে খোঁজ নেবেন বলেছেন।