নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : সামাজিক মাধ্যমকে ব্যবহার করে ফুলিয়ে–ফাঁপিয়ে ভুয়ো জনমত তৈরির অভিযোগ নিয়ে সংসদে লিখিত প্রশ্নের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ এই সংক্রান্ত প্রশ্নে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছেন, ‘টেক ফগ’ অ্যাপের মাধ্যমে সামাজিক মাধ্যমকে প্রভাবিত করা নিয়ে সংবাদমাধ্যমের রিপোর্ট নজরে এসেছে সরকারের। তবে টেক ফগ অ্যাপটি এখনও পর্যন্ত কোনও মোবাইল অ্যাপ স্টোরে পাওয়া যায়নি, এবং তা ব্যবহার করে সামাজিক মাধ্যমকে প্রভাবিত করার খবরও পাওয়া যায়নি।
আরও পড়ুন – রেলে ছাড় নেই প্রবীণদের, সংসদে জানালেন মন্ত্রী
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নির্দিষ্টভাবে জানতে চান, কেন্দ্রীয় সরকার টেক ফগ নামক অ্যাপের বিষয়ে সচেতন কি না? অভিযোগ, এই টেক ফগ অ্যাপ্লিকেশনটি স্বয়ংক্রিয়ভাবে ট্যুইট এবং ভুয়ো জনমত তৈরি করতে সক্ষম। যদি তাই হয়, তবে তার বিশদ বিবরণ যেন দেওয়া হয়। অভিষেক প্রশ্ন তোলেন, নির্বাচনের সময় ভুয়ো জনমত তৈরির কাজে এই অ্যাপ ব্যবহারের অভিযোগ কি সরকারের নজরে এসেছে? সরকার কি সাধারণ মানুষের জীবনে এই অনৈতিক হস্তক্ষেপের তদন্ত করার প্রয়োজনীয়তা স্বীকার করছে?
কেন্দ্রের বক্তব্য, সরকার অবাধ, নিরাপদ এবং বিশ্বাসযোগ্য ইন্টারনেট ব্যবহারে বিশ্বাসী। ঘৃণাভরা তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া সজাগ সরকার। আবার একইসঙ্গে মোদি সরকার জানিয়েছে, কোনও অ্যাপ অথবা সোশ্যাল মিডিয়া কনটেন্ট কেন্দ্রীয় মন্ত্রক দ্বারা নিয়ন্ত্রিত হয় না।