সিবিআই হানা, প্রশ্ন 

Must read

নয়াদিল্লি : তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সাংসদ মালা রায়ের লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রের দেওয়া তথ্যেই স্পষ্ট যে, লোকসভা নির্বাচন এবং রাজ্যের বিধানসভা নির্বাচনের বছরেই সিবিআই হানা ছিল সবচেয়ে বেশি। যদিও, পুঙ্খানুপুঙ্খ পরিসংখ্যান দেননি প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। তবে তৃণমূল (Trinamool Congress) সাংসদের প্রশ্নের উত্তরে ২০১৯ থেকে শুরু করে ২০২১ পর্যন্ত পরপর তিন বছরে বিভিন্ন রাজ্যে সিবিআই হানা এবং রুজু হওয়া মামলার পরিসংখ্যান দিয়েছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, দুর্নীতি, ঘুষ কেলেঙ্কারি, ব্যাঙ্ক প্রতারণা সহ বিভিন্ন মামলায় তদন্তের স্বার্থে যখন যেমন প্রয়োজন হয়েছে, সেইমতো তল্লাশি চালিয়েছে সিবিআই৷ ২০১৯ সালে সারা দেশে ৩৬৮টি মামলা রুজু করে ১ হাজার ৬৪৯টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই (CBI)। ২০২০ সালে ৩২৮টি মামলা ও ১ হাজার ৪৩৮ তল্লাশি। ২০২১ সালে সারা দেশে ৪৪৪টি মামলা রুজু করে সিবিআই তল্লাশি চালিয়েছে ২ হাজার ৪১টি জায়গায়। ২০২১ সাল, অর্থাৎ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের বছরেই সবথেকে বেশি সিবিআই (CBI) হানার ঘটনা৷ মামলার সংখ্যার তথ্যে জানাল খোদ কেন্দ্রীয় সরকারই।

Latest article