প্রতিবেদন : রাজভবন থেকে রাজ্যপালের (Governor- Book) ব্যক্তিগত বই প্রকাশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। চাঁচাছোলা ভাষায় দুষল রাজ্যপালকে। রাজভবন পাবলিকেশন নামে আদৌ কোনও প্রকাশন সংস্থা আছে কিনা, থাকলে তার মালিক কে, তার কোনও ট্রেড লাইসেন্স আছে কিনা, বৈধ কাগজপত্র আছে কিনা, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করা হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) সোমবার এই দাবি তুলেছেন। লক্ষণীয়, রাজ্যপাল সম্প্রতি একটি বইপ্রকাশ করেছেন রাজভবন থেকে। প্রকাশের স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে রাজভবন। তৃণমূলের আপত্তিটা এখানেই। বইয়ে অশোকস্তম্ভের ছবি কেন? তোলা হয়েছে সেই প্রশ্নও। অভিযোগ, এটা পুরোপুরি বেআইনি। দাবি জানানো হয়েছে এই বেআইনি কাজ অবিলম্বে সংশোধন করুন রাজ্যপাল (Governor- Book)। তৃণমূলের বক্তব্য, সরকারি বা রাজভবন-সংক্রান্ত কোনও বিষয় হলে আলাদা কথা। তা ছাড়া রাজ্যপাল প্রকাশ করতেই পারেন ব্যক্তিগত বই। কিন্তু ব্যক্তিগত বইপ্রকাশের জন্য রাজভবনকে ব্যবহার কোন যুক্তিতে? এ তো ব্যক্তিস্বার্থে রাজভবনের অপব্যবহার, নিজের ভাবমূর্তি গড়ার জন্য রাজভবনের অপব্যবহার। নিঃসন্দেহে বাণিজ্যিক স্বার্থেই এই অপব্যবহার। তৃণমূলের প্রশ্ন, এত দামি বইপ্রকাশের টাকা দিল কে? ২৩০০ টাকা করে এক-একটা বই বিক্রি হলে সেই টাকা যাবে কার কাছে? চিহ্নিত করা হবে কার আয় হিসেবে? কোনও বৈধ কোম্পানির আয়? সরাসরি তদন্ত দাবি করেছে তৃণমূল। সেইসঙ্গে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে তৃণমূল কংগ্রেসের অনুরোধ, রাজভবন পাবলিকেশন নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তার ব্যাখ্যা দিন অবিলম্বে। যদি না পারেন, বই থেকে এখনই সরিয়ে নিন অশোকস্তম্ভ-চিহ্ন। বাজার থেকে তুলে নিন বই।
আরও পড়ুন- আজ অভিষেকের সভা-রোড-শো