ডোমকলে সিপিএম মিছিল থেকে হামলা, শঙ্কাজনক অবস্থা চার তৃণমূলকর্মীর

Must read

প্রতিবেদন : পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) যত এগিয়ে আসছে, পরাজয় নিশ্চিত বুঝে বিরোধীরা নখ-দাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস (TMC) নেতা-কর্মীদের ওপর। তার জেরেই সোমবার বিকেলে সিপিএম-কংগ্রেসের (CPM- Congress) যৌথ হামলায় গুরুতর জখম চার তৃণমূলকর্মী। দুজনের অবস্থা গুরুতর। মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকল (Domkal) থানার জোতকানা-মাঠপাড়া এলাকার ঘটনা। চার তৃণমূলকর্মীর দেহে ছররা গুলি লেগেছে বলে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে।

রবিবার বিকেলে বাম এবং কংগ্রেসের তরফে ধূলাউড়ি গ্রাম পঞ্চায়েতের মাঝপাড়াহাটে আয়োজিত এক সভায় যাওয়ার পথেই তারা তৃণমূলকর্মীদের ওপর হামলা চালায়। বেশ কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। আলি হাসান শেখ, আকবর শেখ, মিল্টন শেখ এবং সাগর শেখ নামে চার তৃণমূলকর্মী গুলিবিদ্ধ হন। তাঁদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে (Domkal Super speciality Hospital) ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে আলি হাসান বলেন, সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে বিনা প্ররোচনায় ওরা আমাদের বাড়ি এবং দোকানে হামলা চালায়। নেতৃত্ব দেয় সেন্টু শেখ।

আরও পড়ুন- রাজ্যপালের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ

Latest article