সংবাদদাতা, মালদহ : ভোটের (Vote) আগে প্রতিশ্রুতির বন্যা। জেতার পর মানুষের সঙ্গে প্রতারণা। বিজেপির (BJP) এই স্ট্যাট্রেজি এখন জেনে গিয়েছে রাজ্যবাসাী। বিজেপি পরিচালিত ঋষিপুর গ্রাম পঞ্চায়েত তা ফের একবার প্রমাণ করে দিল। রাস্তা, আলো কোনও পরিষেবাই মিলছে না পঞ্চায়েত থেকে। এমনই গুরুতর অভিযোগ উঠছে বিজেপি পরিচালিত ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে।
আরও পড়ুন-বরফের চাদরে ঢাকল সান্দাকফু
বছরখানেক ধরে ঋষিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাহারগোলা, কালিতলা,চাঁদপুর সহ একাধিক এলাকায় গভীর নলকূপ বিকল অবস্থায় পড়ে রয়েছে। শুধু তা-ই নয় সাতরশিয়া, চাঁদপুর স্ট্যান্ড-সহ নানান স্থানে পথবাতি নেই। তবুও হুঁশ নেই বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের। অথচ ২০১৮-এর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে গালভরা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মন্টু বিশ্বাস জানান, এলাকায় কোনও উন্নয়ন হয়নি। গভীর নলকূপগুলি বিকল হয়ে পড়ে রয়েছে। কত বাতি নষ্ট হয়ে পড়ে রয়েছে। সেদিকে কোনও ভ্রুক্ষেপ নেই।