অ্যাডিনোর সংক্রমণ নেই হাওড়াতে

তাও গত কয়েকদিনে শিশুদের এই ধরনের সংক্রমণের ঘটনাও অনেক কমে গিয়েছে। এই অবস্থায় বিরোধীরা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে।

Must read

সংবাদদাতা, হাওড়া : অ্যাডিনো নিয়ে বিজেপি সহ রাজ্যের বিরোধী দল মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। ভুল বোঝাচ্ছে। বাস্তবে অ্যাডিনোর প্রকোপ এখন অনেকাংশেই নিয়ন্ত্রণে চলে এসেছে। কলকাতার টুইন সিটি হিসেবে পরিচিত শহর হাওড়ায় গত কয়েকদিনে শিশুদের জ্বর, সর্দিকাশির প্রকোপ অনেকটাই কমেছে। হাওড়ার মুখ্য পুর প্রশাসক ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ‘‘অ্যাডিনো নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি।

আরও পড়ুন-বিজেপি পরিচালিত পঞ্চায়েতের কুকীর্তির অভিযোগ ২ জেলায় পরিষেবা দিচ্ছে না পদ্ম-পঞ্চায়েত

এই সময় বাচ্চাদের মূলত ঋতু পরিবর্তনের জন্য জ্বর-সর্দি হয়। যা কয়েকদিনের মধ্যেই অধিকাংশ ক্ষেত্রে নিরাময় হয়ে যায়। তাও গত কয়েকদিনে শিশুদের এই ধরনের সংক্রমণের ঘটনাও অনেক কমে গিয়েছে। এই অবস্থায় বিরোধীরা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। অপপ্রচার চালাচ্ছে। আমরা মানুষকে বলছি, অ্যাডিনো নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। সাবধানে থাকুন। সতর্ক থাকুন। তাহলেই হবে। এমনিতেই এখন শিশুদের জ্বর-সর্দি ও কাশির সংক্রমণ অনেক কমে গিয়েছে। কয়েকদিনের মধ্যে তা আরও কমে যাবে।’’

আরও পড়ুন-সোনামুখীতে অচিরেই নতুন ফায়ার স্টেশন

হাওড়া জেলা হাসপাতাল সহ বিভিন্ন মহকুমা ও ব্লক স্বাস্থ্যকেন্দ্রগুলির চিত্রও একইরকম। সেখানেও জ্বর, সর্দি ও কাশি নিয়ে শিশুদের আসার সংখ্যা ক্রমশই কমছে। হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিতাইচন্দ্র মণ্ডল জানান, ‘‘অ্যাডিনোর উপসর্গ নিয়ে হাসপাতালে শিশুদের আসার সংখ্যা অনেক কমে গিয়েছে। যেসব শিশু আসছে তারাও ৪-৫ দিনে সুস্থ হয়ে যাচ্ছে। অবস্থা জটিল হওয়ার মতো ঘটনা খুবই নগণ্য। তবুও আমরা সবাইকে বলছি সাবধানে থাকুন।”

Latest article