পড়ুয়াদের বিরুদ্ধে অভিযোগ

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : পড়ুয়াদের বিক্ষোভে বিশ্বভারতী (Viswa Bharati) উত্তাল। স্বৈরাচারী উপাচার্য করোনা পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে উঠলেও হস্টেল খুলছেন না। ফলে পড়ুয়াদের প্রচুর টাকা ভাড়া দিয়ে আশপাশে ঘর ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। তাই তাঁরা হস্টেল খোলা-সহ তিন দফা দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। নিরাপত্তারক্ষীরা পড়ুয়াদের ওপর বিভিন্ন সময় বলপ্রয়োগ করছে। অথচ এবার পড়ুয়াদের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ আনলেন এক নিরাপত্তাকর্মী। এই মর্মে শান্তিনিকেতন থানায় অভিযোগও দায়ের করেন ওই মহিলা নিরাপত্তাকর্মী। তারপরই ওই নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করার অভিযোগ এনে আইনি ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে জেলা পুলিশ সুপারের কাছে ই-মেল করেন বিশ্বভারতীর (Viswa Bharati) এক পড়ুয়া। অভিযোগপত্রে অভিযোগকারিণী বলেন, কর্তব্যরত অবস্থায় তাঁকে শারীরিক নিগ্রহ করেন বিক্ষোভকারীরা। তিনি পড়ে গিয়ে আহত হন। তারপর জরুরি ভিত্তিতে পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা করে ফের ডিউটি করেন। তাঁর ওপিডি টিকিটের মাথায় ‘কমপ্লেন্ট অফ অ্যাসল্ট’ লেখা থাকলেও, মেডিক্যাল রিপোর্টে কোথাও শারীরিক নিগ্রহের চিহ্নের উল্লেখ নেই। বরং সবকিছুই স্বাভাবিক বলা আছে।

Latest article