মন জয়ের চেষ্টা কেন্দ্রর, সড়কে বড় অঙ্কের অর্থ বরাদ্দ

Must read

পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) মানুষের মন জয়ের চেষ্টায় বিজেপি (BJP)। এবার বাংলায় (West Bengal) জাতীয় সড়ক নির্মাণ এবং তার সম্প্রসারণে বড় অঙ্কের অর্থ বরাদ্দের ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি (Nitin Gadkari)। জানা গিয়েছে, ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ রানিগঞ্জ বাইপাস তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

জানা গিয়েছে, ৪ লেনের রানিগঞ্জ (Ranigunj- West Bengal) বাইপাসটি তৈরির জন্য ইতিমধ্যেই ৪১১ কোটি টাকা বরাদ্দ করেছে সংশ্লিষ্ট মন্ত্রক। ১৪ নম্বর জাতীয় সড়ক শুরু হয়েছে মুর্শিদাবাদের মোড়গ্রাম থেকে। সেখান থেকে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া হয়ে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে জাতীয় সড়ক শেষ হয়েছে। রামপুরহাট, সিউড়ি, রানিগঞ্জ, গড়বেতা কিংবা শালবনির মতো গুরুত্বপূর্ণ জায়গার উপর দিয়ে গিয়েছে এই জাতীয় সড়ক। ২০১৯ লোকসভা নির্বাচনে রাজ্যের বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বর্ধমান পশ্চিম লোকসভা আসনে জয়ী হয়েছিল বিজেপি। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ে পদ্মশিবির। আর তারপরই পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বাংলার জন্য ‘চিন্তিত’ কেন্দ্র। আর সেকারণেই বাইপাস তৈরি করে নির্বাচনে মানুষের মন জয়ের চেষ্টা চালানো হচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: বিশ্বভারতীর সমাবর্তনে প্রতিরক্ষা মন্ত্রীর সামনেই প্রাক্তনীদের ঢুকতে বাধা, উপাচার্য বিরোধী পোস্টার

তবে এরই মধ্যে শুক্রবার টুইট করে গড়কড়ি জানিয়েছেন, রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ ধর্মস্থান এবং শিল্পতালুকের মধ্যে নিবিড় সংযোগের জন্যই এই সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, রানিগঞ্জ বাইপাস তৈরি হয়ে গেলে দক্ষিণ ভারতের রাজ্যগুলি থেকে উত্তরবঙ্গ বা উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে যাওয়া আরও সহজ হবে।

Latest article