মুখ্যমন্ত্রীর স্বপ্নের দুই প্রকল্পের ভূয়সী প্রশংসা, ‘দিদিকে বলো’-‘দুয়ারে সরকার’ নিয়ে রিপোর্ট অমর্ত্যর প্রতীচী ট্রাস্টের

Must read

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উদ্যোগের ভূয়সী প্রশংসা করল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সংস্থা ‘প্রতীচী ট্রাস্ট’। দোরগোড়ায় পৌঁছে সাধারণ মানুষের সমস্যা সমাধান করছে তৃণমূল সরকার।

ট্রাস্টের সাম্প্রতিক সমীক্ষা  রিপোর্টে এই উদ্দেশ্যে গৃহীত রাজ্য সরকারের দুই কর্মসূচি  ‘দিদিকে বলো’ এবং ‘দুয়ারে সরকার’ প্রকল্পের উল্লেখ করে তাদের সাফল্যের কথা তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন : কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন মহুয়া

এই দুই প্রকল্পের মাধ্যমে মানুষের ৯৫ শতাংশ অভিযোগের সুষ্ঠু নিষ্পত্তি সম্ভব হয়েছে বলে ট্রাস্টের রিপোর্টে উল্লেখ। এই দুই প্রকল্পের সুযোগ নিতে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ এবং সুবিধা গ্রহণের কথাও প্রশংসার সঙ্গে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

সরকারি প্রকল্পের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং তাদের যাবতীয় অভাব-অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দিদিকে বলো’ এবং ‘দুয়ারে সরকার’ প্রকল্প দুটি চালু করেন। চলতি মাসে প্রকাশিত প্রতীচী ট্রাস্টের সমীক্ষা-রিপোর্টে বলা হয়েছে প্রযুক্তির ভিত্তিতে গণ অভিযোগ নিষ্পত্তির  উদ্যোগে দিদিকে বল কর্মসূচিতে দশ লক্ষেরও বেশি মানুষ নিজেদের অভিযোগ এবং সমস্যা সরাসরি সরকারের কাছে পৌঁছে দিয়েছেন।

আরও পড়ুন : তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ই

অন্যদিকে নিজেদের বিভিন্ন আবেদন ও অভাব অভিযোগ নিয়ে দুয়ারে সরকারের শিবিরে এসেছেন প্রায় দু কোটি ৭৫ হাজার মানুষ। যেখানে তাদের ৯৫ শতাংশ সমস্যারই নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা থেকে বেরিয়ে যেভাবে এলাকায় এলাকায় তৃণমূল স্তরে এই দুই উদ্যোগকে পৌঁছে দেওয়া হয়েছে তারও প্রশংসা করেছে প্রতীচী ট্রাস্ট। দুয়ারের সরকার প্রকল্পের প্রধান লক্ষ্য ছিল গ্রামাঞ্চলের প্রান্তিক মানুষ এবং মহিলারা। সেই লক্ষ্য পূরণেও সফল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Latest article