মুম্বই: আইপিএল থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস। কিন্তু তাদের নিয়ে আলোচনা থামছে না। রবীন্দ্র জাদেজার চোট নিয়ে বিতর্ক হয়েছে। অনেকে বলছেন জাদেজা ফ্র্যাঞ্চাইজির উপর ক্ষুব্ধ। তাই চোটকে সামনে রেখে সরে গিয়েছেন। সিএসকে অবশ্য চোটের তত্ত্বই সামনে এনেছে। এবার ছিল আম্বাতি রায়াডুর (Ambati Rayudu) পালা। এদিন হঠাৎই ট্যুইটারে তিনি লেখেন, ২০২২-ই তাঁর শেষ আইপিএল। তারপর অবসর নেবেন। এতে ক্রিকেট ভক্তদের মধ্যে চাঞ্চল্য শুরু হয়ে যায়। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই হায়দরাবাদের সিনিয়র ব্যাটসম্যান এই ট্যুইট ডিলিট করে দেন। পরে সিএসকে-র পক্ষ থেকে তাদের সিইও কাশী বিশ্বনাথন জানিয়ে দেন, রায়াডু অবসর নেননি। তিনি তাঁদের সঙ্গেই থাকছেন। ট্যুইটে কী লিখেছিলেন রায়াডু (Ambati Rayudu)? এটাই যে, ‘আমার খুব ভাল লাগছে এটা জানাতে যে, এটাই আমার শেষ আইপিএল। খুব ভাল সময় কেটেছে এই টুর্নামেন্টে। ১৩ বছরে দুটো দারুণ দলের হয়ে খেলেছি। অসাধারণ এই যাত্রার জন্য মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসকে ধন্যবাদ।’ ২০১০ থেকে ২০১৭ পর্যন্ত মুম্বইয়ের হয়ে খেলার পর রায়াডু ২০১৮-তে সিএসকে-তে যোগ দেন। সেই থেকে এখনও সিএসকে-তে খেলছেন। মুম্বই ও সিএসকে-র হয়ে যে কোনও জায়গায় ব্যাট করে তিনি দুটি দলকেই ব্যালান্স খুঁজে নিতে সাহায্য করেছেন।
আরও পড়ুন: বিধানসভা নির্বাচনের এক বছর আগেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা বিপ্লব দেবের, কী বলছে তৃণমূল
বিনা মেঘে বজ্রপাতের মতো রায়াডুর এই অবসর ঘোষণার পর দ্রুত সিএসকের পক্ষ থেকে পাল্টা ঘোষণায় জানিয়ে দেওয়া হয়েছে, রায়াডু অবসর নেননি। সিএসকে সিইও বলেন, ‘‘রায়াডু অবসর নিচ্ছেন না। তিনি আমাদের সঙ্গেই থাকছেন।” রায়াডু অবশ্য আর কোনও শব্দ খরচ করেননি।