বিধানসভা নির্বাচনের এক বছর আগেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা বিপ্লব দেবের, কী বলছে তৃণমূল

Must read

আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন (Tripura Assembly Election)। তার ঠিক এক বছর আগে আচমকাই ত্রিপুরার (Tripura) মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিপ্লব দেব (Biplab Deb)। শনিবার রাজ্যপালের কাছে নিজের ইস্তফা পত্র পাঠান তিনি। কিন্তু কী কারণে তিনি ইস্তফা দিয়েছেন তা কিছুই জানা যায়নি।

আরও পড়ুন: অফিসে কাউকে ‘টেকো’ বলাও যৌন নিগ্রহের সমান

রাজ্যপালকে পাঠানো মাত্র একটি লাইনের ইস্তফাপত্রে বিপ্লব (Biplab Deb) লিখেছেন, “আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলাম। আজ থেকেই যেন এই ইস্তফার তারিখ ধরা হয়।” তবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই আচমকা পদত্যাগে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

তৃণমূল কংগ্রেস এর প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছে, ত্রিপুরায় হাজার হাজার মানুষকে ব্যর্থ করে দেওয়া মুখ্যমন্ত্রীকে বিদায়।
যথেষ্ট ক্ষতি হয়েছে।
এতটাই ক্ষতি হয়েছে যে বিজেপির শীর্ষ কর্তারাও তার অক্ষমতায় বিরক্ত।
রাজ্যে তৃণমূল কংগ্রেস যা অর্জন করেছে তাতে বিজেপির নেতারা খুব বিচলিত বলে মনে হচ্ছে। পরিবর্তন অনিবার্য।”

Latest article