বিজেপি শাসিত গুজরাতের গোধরা হত্যাকাণ্ডকে ফের মনে করিয়ে দিল আর এক বিজেপি শাসিত রাজ্য মণিপুর (Manipur Violence)। জঙ্গিহানায় গুলিবিদ্ধ এক ৭ বছরের শিশু, শিশুর মা-সহ ৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের মধ্যেই পুড়িয়ে মারল জঙ্গিরা। চরম বর্বরতা ও নৃশংসতার সাক্ষী রইল বুধবারের মণিপুর (Manipur Violence)। অভিযোগ, পুলিশের সামনেই ঘটেছে এই ঘটনা। মণিপুরের পশ্চিম ইম্ফলে এই ঘটনায় হতবাক গোটা দেশ। কুকি ও মেতেই এই দুই সম্প্রদায়ের বিবাদকে কেন্দ্র করে গত প্রায় একমাস ধরেই অশান্ত মণিপুর। তিন জনই গুলিবিদ্ধ হয়েছিলেন। একটা অ্যাম্বুলেন্সে করে তাঁদের হাসপাতালে পাঠানো হচ্ছিল। অভিযোগ, কিছুদূর যাওয়ার পর অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে আগুন ধরিয়ে দেয় একদল জঙ্গি। প্রথমে এই ঘটনা নিয়ে কিছু না বললেও পরে চাপে পড়ে ঘটনার কথা স্বীকার করে নিয়েছে প্রশাসন। পুলিশ জানিয়েছে, হত্যাকারীরা মেতেই গোষ্ঠীর লোক। ঘটনায় নিহতরা হলেন টনসিং হ্যাংসিং (৭), তার মা মীনা হ্যাংসিং (৪৫)। তৃতীয় ব্যক্তি মীনার আত্মীয় লিডিয়া লোরেম্বামও (৩৭)। মণিপুরের এই জাতি দাঙ্গায় খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা বারবার আক্রান্ত হচ্ছেন,হামলা হয়েছে বহু চার্চেও।
আরও পড়ুন: চালকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেল দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস