যাত্রীসাথী অ্যাপে মিলবে অ্যাম্বুল্যান্সও

Must read

প্রতিবেদন : রাজ্য সরকারের যাত্রীসাথী (Yatri sathi- Ambulance) অ্যাপের মাধ্যমে এবার অ্যাম্বুল্যান্স পরিষেবাও পাওয়া যাবে। পাশাপাশি রোগী ও তাঁদের পরিবারের হয়রানি রুখতে বেসরকারি অ্যাম্বুল্যান্স ভাড়াও বেঁধে দেওয়া হচ্ছে। যাত্রীসাথী অ্যাপে নির্ধারিত ভাড়ার হারেই গোটা রাজ্যে বেসরকারি অ্যাম্বুল্যান্সের ভাড়া নির্ধারণ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবহণ দফতর দফায় দফায় বৈঠক করে এই ভাড়ার হার স্থির করেছে। যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে বেসরকারি নন এসি অ্যাম্বুল্যান্সের অক্সিজেন-সহ ভাড়া ১০ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ ১০০০ টাকা ধার্য করা হচ্ছে। বাতানুকূল অ্যাম্বুল্যান্সের ক্ষেত্রে ওই ভাড়া হবে ১২০০ টাকা । ১০ কিমির পর প্রতি কিমিতে অতিরিক্ত ২০ টাকা করে ভাড়া যুক্ত হবে। আধুনিক লাইফ সাপোর্ট সিস্টেম যুক্ত বা কার্ডিয়াক অ্যাম্বুল্যান্সের ক্ষেত্রে ১০ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ ভাড়া ৩৫০০ টাকা স্থির হয়েছে। তারপর থেকে সব অ্যাম্বুল্যান্সের (Yatri sathi- Ambulance) ক্ষেত্রেই কিলোমিটার পিছু অতিরিক্ত ৬৫ টাকা করে ভাড়া ধার্য করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। কলকাতার মধ্যেই পাঁচ-সাত কিলোমিটার এলাকার মধ্যে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে অ্যাম্বুল্যান্স নিয়ে যেতে হাজার টাকার নিচে কোনও চালক রাজি হন না। জেলায় গেলে বা জেলা থেকে শহরে আসার ক্ষেত্রে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে, যে যাঁর ইচ্ছেমতো ভাড়া নেন। বেলাগাম হয়ে ওঠা প্রাইভেট অ্যাম্বুল্যান্সগুলির জন্য রোগীর মৃত্যুও ঘটে বলে অভিযোগ ওঠে। এই পরিস্থিতি পাল্টাতে রাজ্য সরকার স্থির করেছে, অ্যাম্বুল্যান্সের রেট বেঁধে দেওয়া হবে। এবার যৌথভাবে সেই উদ্যোগ নিল রাজ্যের স্বাস্থ্য ও পরিবহণ দফতর।

আরও পড়ুন- অপদস্থ হওয়ার ভয়ে আসছেন না প্রধানমন্ত্রী

Latest article