প্রতিবেদন : রাষ্ট্রসংঘে খাতায়-কলমে ইজরায়েলের পক্ষে অবস্থান নিলেও গাজা ইস্যুতে (Gaza issue) বেঞ্জামিন নেতানিয়াহুর অনড় মনোভাবে অসন্তুষ্ট আমেরিকা। শেষমেশ তা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধবিরতি নিয়ে ইজরায়েলের একবগ্গা আচরণে বিরক্ত তাদের অন্য মিত্র দেশগুলিও। ইজরায়েলের প্রতি বাইডেনের তাৎপর্যপূর্ণ মন্তব্য— হয় কৌশল বদলাও, নাহলে সমর্থন হারাবে।
ইজরায়েলের সঙ্গে হামাসের সংঘর্ষের জেরে প্রতিমুহূর্তে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আর এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করার দাবিতে রাষ্ট্রসংঘে গাজায় (Gaza issue) যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়। তাতে ভারত সমর্থন জানালেও আপত্তি জানিয়েছে আমেরিকা। তবে একইসঙ্গে ইজরায়েলের অনড় মনোভাবে বিরক্ত বাইডেন প্রশাসন।
প্রসঙ্গত, যুদ্ধবিরতি ঘোষণা এবং নিঃশর্তে বন্দিমুক্তির প্রস্তাব নিয়ে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভোটাভুটি হয়। সেই ভোটাভুটিতে ভারত প্রস্তাবের পক্ষে ভোট দিলেও আমেরিকা সহ ১০টি দেশ বিরুদ্ধে ভোট দেয়। ভোট দান থেকে বিরত থাকে ২৩টি দেশ। যদিও পাশাপাশি ইজরায়েলকে অনড় অবস্থান থেকে সরে এসে যুদ্ধবিরতি মেনে নিতে চাপ দিচ্ছে আমেরিকা।
আরও পড়ুন- হামাস নিধনে গাজার সুড়ঙ্গে সমুদ্রের জল ঢোকাচ্ছে ইজরায়েল!