হামলার চেষ্টায় কী শাস্তি হবে?

Must read

প্রতিবেদন : সংসদে অধিবেশন চলাকালীন বুধবার নজিরবিহীনভাবে ভিতরে ঢুকে আচমকাই ‍‘স্মোক ক্যান’ ছুঁড়ে দেয় বিক্ষোভকারীরা (Parliament Attack)। এই ঘটনায় ফিরল ২২ বছর আগের সংসদ হামলার স্মৃতি। ওই হামলার বর্ষপূর্তির দিনই এই ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়েছে। ইতিমধ্যেই দুই বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। ‘রংবোমা’র জেরে মুহূর্তের মধ্যে হলুদ ধোঁয়ায় লোকসভার কক্ষ ভরে যায়। হুলস্থুল বেধে যায় লোকসভার ভিতরে। আর ঠিক সেই সময় অভিযুক্তরা স্লোগান দিতে থাকে : ‘তানাশাহি নেহি চলেগা’। অমল শিন্ডে ও নীলম সিং নামের দুই অভিযুক্ত জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে বিক্ষোভ (Parliament Attack) দেখাতে থাকে। আচমকাই লোকসভার ভিতরে ঢুকে রংবোমা ছুড়ে তারা যে অপরাধ করেছে তা ‘দেশদ্রোহিতা’র শামিল বলে মত আইনজীবীদের একাংশের। সেক্ষেত্রে বড় শাস্তির কোপে পড়তে চলেছে তারা। দিল্লি পুলিশের হাতে আটক হয়েছে সাগর শর্মা নামে এক ব্যক্তি। সেই পুরো ঘটনায় ‘নেতৃত্ব’ দিচ্ছিল বলে অভিযোগ। আইনজীবীরা মনে করছেন, অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারায় মামলা হতে পারে। তাতে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।

আরও পড়ুন- দুই হামলাই বিজেপির জমানায়, ২০০১ সালে সংসদে ভয়ঙ্কর হামলা চলেছিল ৩০ মিনিট ধরে

Latest article