ইউক্রেনকে মিসাইল ধ্বংস করার অস্ত্র দেবে আমেরিকা

দিনকয়েক আগে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী সেতুটি ধ্বংস হয়ে গিয়েছিল। সেতু ধ্বংসের জন্য মস্কো দায়ী করেছিল ইউক্রেনকে।

Must read

প্রতিবেদন : দিনকয়েক আগে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী সেতুটি ধ্বংস হয়ে গিয়েছিল। সেতু ধ্বংসের জন্য মস্কো দায়ী করেছিল ইউক্রেনকে। তার পরেই সোমবার রুশ সেনা নির্বিচারে ইউক্রেনের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রাজধানী কিয়েভ-সহ সেদেশের বিভিন্ন শহরে আছড়ে পড়ে একের পর এক রুশ মিসাইল।

আরও পড়ুন-কৃষ্ণদাসের স্মৃতি ও সৃষ্টি সংরক্ষণের উদ্যোগ

ঘটনার প্রেক্ষিতে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী অস্ত্র সরবরাহের আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবারের রুশ হামলা নিয়ে বাইডেন ইতিমধ্যেই জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। প্রেসিডেন্ট ইউক্রেনকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। খুব শীঘ্রই ইউক্রেনকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী ব্যবস্থা পাঠানো হবে। এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী ব্যবস্থা রুশ সেনার হামলাকে প্রতিহত করতে সক্ষম। সোমবারের হামলার প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে একটি জরুরি বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে ইউক্রেনের প্রতিনিধি সের্গেই কিসলিতসিয়া বলেন, রাশিয়া তাদের আচরণে আবারও প্রমাণ করল যে, রাশিয়া একটি জঙ্গিরাষ্ট্র। রুশ হামলা প্রতিরোধ করতে তিনি সকলের কাছে সাহায্যের আর্জি জানান।

Latest article