রেকর্ড সংখ্যক ভারতীয়কে ভিসা দেবে আমেরিকা

উল্লেখ্য, বর্তমানে কোনও চাকরির জন্য মার্কিন ভিসার আবেদন করা হলে তা পেতে গেলে দুই থেকে ছয় মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়।

Must read

প্রতিবেদন : ২০২৩ সালে রেকর্ড সংখ্যক ভারতীয়কে ভিসা দেওয়ার পরিকল্পনা করেছে আমেরিকা। করোনাজনিত কারণে গত দু’বছর ভারতীয়দের সেভাবে ভিসা দেওয়া হয়নি। সে কারণেই এবার রেকর্ড সংখ্যক ভারতীয়কে ভিসা দেওয়ার পরিকল্পনা বলে জানিয়েছেন মুম্বইয়ের মার্কিন দূতাবাসের প্রধান জন ব্যালার্ড।

আরও পড়ুন-আয়ুষ্মান ভারত প্রকল্পের নমুনা, হাসপাতাল আছে রোগী নেই

উল্লেখ্য, বর্তমানে কোনও চাকরির জন্য মার্কিন ভিসার আবেদন করা হলে তা পেতে গেলে দুই থেকে ছয় মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। অন্যদিকে পর্যটনকারীদের ভিসার জন্য অপেক্ষা করতে হয় প্রায় দেড় বছর। ভিসা দিতে অনাবশ্যক এই বিলম্বের বিষয়টি ভারতীয় বিদেশমন্ত্রক জানিয়েছিল মার্কিন বিদেশমন্ত্রককে। একই সঙ্গে ভারতীয়দের যে কোনও ধরনের ভিসা দেওয়ার প্রক্রিয়াটি আরও সহজ-সরল করার জন্য অনুরোধ জানানো হয়েছিল। তার প্রেক্ষিতেই আমেরিকা এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-কেন্দ্রের ভূমিকায় এবার প্রশ্ন প্রাক্তন বিচারপতির

উল্লেখ্য, ২০২২ সালেই আমেরিকা রেকর্ড সংখ্যক ১ লাখ ২৫ হাজার ভারতীয়কে স্টুডেন্ট ভিসা মঞ্জুর করেছিল। ব্যালার্ড বলেছেন, তাঁরা আশা করছেন চলতি বছরে আরও বেশি ভারতীয় শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করবেন। এবং সবকিছু ঠিকঠাক চললে তাঁরা করোনাজনিত পরিস্থিতির আগের পর্যায়ে পৌঁছে যাবেন। ব্যালার্ড আরও জানান, ট্যুরিস্ট ভিসা বি-১ ও বি-২-র আবেদন মঞ্জুরের সময়সীমাও তাঁরা আরও কমাতে চাইছেন। পাশাপাশি তাঁরা আরও বেশি সংখ্যক মানুষকে ট্যুরিস্ট ভিসা দিতে আগ্রহী। সে কারণে যাঁরা প্রথমবার বি-১ ও বি-২ ভিসার জন্য আবেদন করেছেন তাঁদের সব ধরনের সহযোগিতা করতে ওয়াশিংটন ডিসি সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে মার্কিন অফিসিয়ালরা ভারতে আসছেন।

Latest article