আন্তর্জাতিক

রেকর্ড সংখ্যক ভারতীয়কে ভিসা দেবে আমেরিকা

প্রতিবেদন : ২০২৩ সালে রেকর্ড সংখ্যক ভারতীয়কে ভিসা দেওয়ার পরিকল্পনা করেছে আমেরিকা। করোনাজনিত কারণে গত দু’বছর ভারতীয়দের সেভাবে ভিসা দেওয়া হয়নি। সে কারণেই এবার রেকর্ড সংখ্যক ভারতীয়কে ভিসা দেওয়ার পরিকল্পনা বলে জানিয়েছেন মুম্বইয়ের মার্কিন দূতাবাসের প্রধান জন ব্যালার্ড।

আরও পড়ুন-আয়ুষ্মান ভারত প্রকল্পের নমুনা, হাসপাতাল আছে রোগী নেই

উল্লেখ্য, বর্তমানে কোনও চাকরির জন্য মার্কিন ভিসার আবেদন করা হলে তা পেতে গেলে দুই থেকে ছয় মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। অন্যদিকে পর্যটনকারীদের ভিসার জন্য অপেক্ষা করতে হয় প্রায় দেড় বছর। ভিসা দিতে অনাবশ্যক এই বিলম্বের বিষয়টি ভারতীয় বিদেশমন্ত্রক জানিয়েছিল মার্কিন বিদেশমন্ত্রককে। একই সঙ্গে ভারতীয়দের যে কোনও ধরনের ভিসা দেওয়ার প্রক্রিয়াটি আরও সহজ-সরল করার জন্য অনুরোধ জানানো হয়েছিল। তার প্রেক্ষিতেই আমেরিকা এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-কেন্দ্রের ভূমিকায় এবার প্রশ্ন প্রাক্তন বিচারপতির

উল্লেখ্য, ২০২২ সালেই আমেরিকা রেকর্ড সংখ্যক ১ লাখ ২৫ হাজার ভারতীয়কে স্টুডেন্ট ভিসা মঞ্জুর করেছিল। ব্যালার্ড বলেছেন, তাঁরা আশা করছেন চলতি বছরে আরও বেশি ভারতীয় শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করবেন। এবং সবকিছু ঠিকঠাক চললে তাঁরা করোনাজনিত পরিস্থিতির আগের পর্যায়ে পৌঁছে যাবেন। ব্যালার্ড আরও জানান, ট্যুরিস্ট ভিসা বি-১ ও বি-২-র আবেদন মঞ্জুরের সময়সীমাও তাঁরা আরও কমাতে চাইছেন। পাশাপাশি তাঁরা আরও বেশি সংখ্যক মানুষকে ট্যুরিস্ট ভিসা দিতে আগ্রহী। সে কারণে যাঁরা প্রথমবার বি-১ ও বি-২ ভিসার জন্য আবেদন করেছেন তাঁদের সব ধরনের সহযোগিতা করতে ওয়াশিংটন ডিসি সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে মার্কিন অফিসিয়ালরা ভারতে আসছেন।

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

9 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

9 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

9 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

9 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

9 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

9 hours ago