কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ছিল আজ নেতাজি ইন্ডোরে। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রীক অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিন উপলক্ষে এবারের চলচ্চিত্র উৎসবে তার প্রতি নজর একটু বেশিই। দেখানো হচ্ছে তার অভিনীত বেশ কয়েকটি ছবি। হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালনায় জয়া-অমিতাভ (Amitanj-Jaya) জুটির জনপ্রিয় সিনেমা ‘অভিমান’ (Abhiman) দেখানো হয়।
আরও পড়ুন-‘মমতা অনেক ধন্যবাদ এবং তুমি জানো আমি তোমার পাশে রয়েছি সবসময়’ চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে বার্তা জয়ার
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে মুখ্যমন্ত্রী বললেন, ‘আমি মনে করি, অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়া উচিত। এরকম আইকন আর পাবেন না। দীর্ঘদিন ধরে যেভাবে ফিল্মে কাজ করছেন, তিনি মানুষ হিসেবে খুব বড়। তাঁকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি’।
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘যদিও অফিসিয়ালি নয়, তবু আমরা বাংলা থেকে আওয়াজ তুলব, ভারতরত্ন অমিতাভজি। তাঁকে ভারতরত্ন দেওয়া উচিত। তিনি দীর্ঘদিন ধরে যেভাবে ফিল্মে কাজ করেছেন, তিনি মানুষ হিসাবেও অনেক বড়। তাঁকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।’