আমেদাবাদ, ১১ অক্টোবর : আফগানিস্তান ম্যাচ শেষ হওয়ার পর যাবতীয় নজর গিয়ে পড়েছে ভারত-পাক ম্যাচের উপর। আমেদাবাদে এই ম্যাচ হবে শনিবার। বোর্ডের পক্ষ থেকে বিশ্বকাপের গোল্ডেন টিকিট দেওয়া হয়েছে কয়েকজন বড় মাপের সেলিব্রিটিকে। এঁদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, শচীন তেন্ডুলকর ও রজনীকান্ত। এই তিনজনই শনিবার মাঠে থাকবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-ফের বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ
তবে অমিতাভ ও রজনীকান্ত এর আগেও মাঠে বসে ভারত-পাক ম্যাচ দেখেছেন। দু’জনেরই ক্রিকেট ভক্ত হিসাবে পরিচিতি আছে। আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রমীদের মধ্যে প্রবল উৎসাহের সৃষ্টি হয়েছে। বোর্ড সম্প্রতি আরও ১৪ হাজার টিকিট ছেড়েছে। ১ লাখ ১০ হাজার আসনের স্টেডিয়াম শনিবার পুরো ভরে যাবে বলে মনে করা হচ্ছে। পাকিস্তান নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে হারিয়ে আমেদাবাদে পা রেখেছে। ভারত চেন্নাইয়ে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের মনোবল বাড়িয়ে ফেলেছে। এদিকে, পাকিস্তান ম্যাচে খেলার সম্ভাবনা না থাকলেও শুভমন গিল চেন্নাই থেকে আমেদাবাদে এসেছেন। তাঁর দিকে বোর্ডের মেডিক্যাল টিমের নজর রয়েছে।
আরও পড়ুন-পুজোর দায়িত্ব সামলান এলাকার মহিলারাই
শুভমনের ডেঙ্গি ধরা পড়েছিল। তবে তিনি এখন সেরে উঠছেন। প্লেটলেট কমে যাওয়ায় শুভমনকে চেন্নাইয়ের হাসপাতালে একদিনের জন্য ভর্তি করতে হয়েছিল। তবে শুভমন এখন আগের থেকে ভাল। তবে তাঁকে দলের সঙ্গে রাখা হলেও শুভমনের এখনই মাঠে ফেরার সম্ভাবনা নেই। বরং নির্বাচকরা বিকল্প ব্যবস্থার কথাও ভেবে রেখেছেন।