রোহিতের সেঞ্চুরি, ভারতের জয়

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কানাডার জন ডেভিসন। তিনি ২০০৩ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬৭ বলে শতরান করেন।

Must read

প্রতিবেদন : বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় পেল ভারত (India)। বুধবার দিল্লিতে ৮ উইকেটে জিতল টিম রোহিত শর্মা (Rohit Sharma)। ক্যাপ্টেন নিজেও এদিন শতরান করেন। ব্যাটিংয়ের পর বোলিংয়েও আফগানিস্তানকে হারিয়ে দিল ভারত। একা বুমরাই নিয়েছেন ৪টি উইকেট। বিশ্বকাপে এটি তাঁর সপ্তম শতরান। অরুন জেটলি স্টেডিয়ামে ইশান কিষানের সঙ্গে ওপেন করতে নেমে প্রথম বল থেকেই টি-২০ মেজাজে ব্যাট করেন রোহিত শর্মা। মাত্র ৮৪ বলে ১৩১ রান করেন ভারত অধিনায়ক। অবশেষে রশিদ খানের বলে বোল্ড আউট হয়ে যান। তিনি মেরেছেন ১৬টি চার এবং ৫টি ছয়। স্ট্রাইক রেট ছিল ১৫৫.৯৫। ১৮.৪ ওভারে রশিদ খানের বলে ইশান কিষান আউট হয়ে গেলেও রোহিতের ইনিংসের উপর নির্ভর করেই ভারত ৯০ বল বাকি থাকতে ৮ উইকেটে বড় জয় দখল করে নেয়।

আরও পড়ুন-বিরোধী দলনেতার প্রতিহিংসার রাজনীতি নিয়ে এক্সে সরব তৃণমূল কংগ্রেস

ওপেনার হিসাবে ওডিআই বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে দ্রুততম শতরান করার রেকর্ড গড়ে ফেলেন তিনি। মাত্র ৬৩ বলে তাঁর বিশ্বকাপ ক্যারিয়ারে আরো একটি শতরান। ম্যাথু হেডেনকে পেছনে ফেলে এগিয়ে গেলেন তিনি। ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬৬ বলে শতরান করেছিলেন হেডেন। আফগানদের বিরুদ্ধে সেই নজির ভেঙে দেন রোহিত শর্মা। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কানাডার জন ডেভিসন। তিনি ২০০৩ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬৭ বলে শতরান করেন।

Latest article