অমিতের সফর বাতিল বেকায়দায় বঙ্গ বিজেপি

আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। মোকাবিলা করতে ফের তাঁদের শরণ নিচ্ছে বঙ্গ বিজেপি।

Must read

প্রতিবেদন : ফের বেকায়দায় বিজেপি রাজ্য নেতৃত্ব। এবারও তাঁদের ডোবাচ্ছেন মোদি-শাহ জুটি। বিজেপি নেতারা এমনিতেই জনবিচ্ছিন্ন। বিধায়ক, সাংসদদের টিকিও দেখতে পান না স্থানীয় মানুষ। ভোটের আগে অজস্র প্রতিশ্রুতি দেন, পালন করতে পারেন না। বিধানসভা নির্বাচনের আগে দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারি করেও দলকে বাঁচাতে পারেননি মোদি-শাহরা। তাতেও শিক্ষা হয়নি রাজ্য নেতৃত্বের।

আরও পড়ুন-সিকিমে তুষারপাত, শহরে পড়বে জাঁকিয়ে শীত

আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। মোকাবিলা করতে ফের তাঁদের শরণ নিচ্ছে বঙ্গ বিজেপি। ১৭ জানুয়ারি বঙ্গসফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসার কথা ছিল। ঢাকঢোল পিটিয়ে প্রচার চালায় বিজেপি। ঠিক ছিল, ১৭ তারিখ অমিত সিউড়িতে সভা করবেন। আরামবাগেও সভা করার কথা। কিন্তু তিনি আসছেন না। কারণ ১৬ ও ১৭ জানুয়ারি হায়দরাবাদে জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে। শুধু অমিতই নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সফরও কাটছাঁট করা হচ্ছে। ১৯ তারিখ শিলিগুিড়তে সভা করার কথা মোদির।

Latest article