আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক টেট আছে। টেট পরীক্ষার (TET) জন্য নর্থ-সাউথ করিডরে বাড়তি মেট্রো চালানো হবে। কলকাতা মেট্রো (Kolkata metro) কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এমনিতে রবিবার ১৩০টি মেট্রো চলাচল করে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ তরফে জানানো হয়, সেদিন ২৩৪টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার সাধারণত সকাল ন’টা থেকে মেট্রো পরিষেবা শুরু হয়। টেট পরীক্ষার জন্য ২৪ ডিসেম্বর সকাল ৬ টা ৫০ মিনিট থেকে মেট্রো পরিষেবা শুরু করা হবে।
আরও পড়ুন-তুষারপাতে সিকিমে বিপর্যয়, সেনাবাহিনীর দৌলতে উদ্ধার ১২১৭ জন পর্যটক
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো এদিন সকাল ৬ টা ৫০ মিনিটে ছাড়বে। দমদম থেকে কবি সুভাষের প্রথম মেট্রো সকাল ৬ টা ৫০ মিনিটে ছাড়বে। টেট পরীক্ষার জন্যই সময়টা এগিয়ে আনা হয়েছে। দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ২৪ ডিসেম্বর সকাল ৬ টা ৫৫ মিনিটে ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ২৪ ডিসেম্বর সকাল ৭ টায় ছাড়বে।