তুষারপাতে সিকিমে বিপর্যয়, সেনাবাহিনীর দৌলতে উদ্ধার ১২১৭ জন পর্যটক

বহুক্ষণের প্রচেষ্টায় বুধবার রাতে ১২১৭ জন পর্যটককে উদ্ধার করা গিয়েছে। আজ বৃহস্পতিবার তাদের নিরাপদে গ্যাংটকে নিয়ে যাওয়া হচ্ছে।

Must read

বেশ কিছুদিন ধরেই প্রচন্ড পরিমান তুষারপাত চলছে সিকিমে (Sikkim)। বরফে ঢেকে গিয়েছে একাধিক রাস্তা। বুধবার দুপুরের পর থেকে বেশ কয়েকটি জায়গায় আটকে পড়েছেন কয়েক হাজার পর্যটক। অগত্যা তাদের উদ্ধারে মাঠে নামল ভারতীয় সেনা। বহুক্ষণের প্রচেষ্টায় বুধবার রাতে ১২১৭ জন পর্যটককে উদ্ধার করা গিয়েছে। আজ বৃহস্পতিবার তাদের নিরাপদে গ্যাংটকে নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন-৬ঘণ্টা অতিক্রান্ত, গড়াল না মেট্রোর চাকা, দুর্ভোগ যাত্রীদের

স্থানীয় প্রশাসন সূত্রে খবর প্রতিকূল আবহাওয়া এবং তুষারপাতের ফলেই পূর্ব সিকিমের বেশ কয়েকটি জায়গায় তারা আটকে পড়েছিল৷ এরপরেই ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস উদ্ধার অভিযান চালায়। গভীর রাত পর্যন্ত অভিযান চলে এবং পর্যটকদের গরম পোশাক, চিকিৎসা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হয়। পর্যটকদের উদ্ধার করার পর সেনাবাহিনীর ব্যারাকে রাখা হয়।

আরও পড়ুন-রতন টাটার পরে এবার নারায়ণ মূর্তির ডিপফেক ভিডিয়ো, সতর্ক করলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা

পর্যটকদের থাকার জন্য সেনা ছাউনি খালি করে দেওয়া হয়। প্রতিবছরই তুষারপাতের কারণে সিকিমে আটকে পড়েন বহু পর্যটক। এদিন লাচুংয়েও তুষারপাত হয়েছে। সেখানে ২৫-৩০ জন পর্যটক আটকে পড়েন। তাদের উদ্ধারেও মাঠে নেমেছে সেনা। আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী কয়েকদিন সিকিমে বিপুল পরিমানে তুষারপাতের সম্ভবনা রয়েছে। আগামী দিনে তুষারপাত বেশি হলে ছাঙ্গু, নাথুলা সহ বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফে নিষেধাজ্ঞা জারি করতে পারে।

Latest article