রবিবার কেরলের কোচিতে জরুরী অবতরণ এএলএইচ ধ্রুব মার্ক থ্রি হেলিকপ্টারের

ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর তরফে জানা গিয়েছে কোচিন ইন্টারন্যাশানাল এয়ারপোর্ট থেকে ১২.২৫ মিনিট নাগাদ এটি ছেড়েছিল।

Must read

রবিবার কেরলের কোচিতে (Kochi) জরুরী অবতরণ করেছে ALH-DHRUV Mark 3 হেলিকপ্টার (Helicopter)। এটি ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার। হঠাৎ করেই নেমে এল কোচির উপকূলে। হেলিকপ্টারটি মূলত একটি ট্রেনিং ফ্লাইট। ওই চপারে তিনজন পাইলট ছিলেন। এই ঘটনায় একজন পাইলট জখম হয়েছেন। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে হেলিকপ্টারের পাইলটরা। যদিও কপ্টারটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন-পশ্চিমবঙ্গে গঙ্গায় দূষণ ঠেকাতে মাস্টার প্ল্যান রাজ্য সরকারের

২৫ ফুটের বেশি উঁচুতে ছিল হেলিকপ্টারটি। তখনই সেটি মাটিতে নেমে আসতে বাধ্য হয়। আইসিজি অফিসিয়ালের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, হেলিকপ্টারটি নিয়ে পরীক্ষা করছিলেন বাহিনীর পাইলটরা। সেই সময় হঠাৎ এই ঘটনা। এএলএইচ ধ্রুব মার্ক থ্রি হেলিকপ্টারটি ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর অধীন। কোচির উপকূলে ফোর্সড ল্যান্ডিং করেছে।

আরও পড়ুন-অভিনব উপায়ে এখন থেকে দেখা যাবে গঙ্গা আরতি

ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর তরফে জানা গিয়েছে কোচিন ইন্টারন্যাশানাল এয়ারপোর্ট থেকে ১২.২৫ মিনিট নাগাদ এটি ছেড়েছিল। এদিকে টেক অফের পরেই সিজি-৮৫৫ হেলিকপ্টারটি ৩০-৪০ ফুট উপরে ছিল। ওই ফ্লাইটের সাইক্লোনিক কন্ট্রোল কাজ করছিল না। সাইক্লোনিক কন্ট্রোলটি বিমানে অক্ষাংশ, দ্রাঘিমাংশকে নির্ধারিত করে। পাইলট অবস্থা বুঝে দ্রুত ব্যবস্থা নেয়। পাইলট দ্রুত প্রধান রানওয়ে থেকে সরে যান যাতে প্রধান রানওয়েটি কোনওভাবেই যেন অবরূদ্ধ হয়ে না যায়।

 

Latest article