কমল মজুমদার, জঙ্গিপুর : সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি ‘জলসাঘর’ ছবির শ্যুটিং হয়েছিল নিমতিতা রাজবাড়িতে (Nimtita Rajbari)। প্রায় ৪০০ বছরের পুরনো এই রাজবাড়ি তৈরি করেছিলেন গৌরসুন্দর ও দ্বারকানাথ চৌধুরি। জলসাঘরের মতোই ক্রমশ ক্ষয়িষ্ণু এই জমিদারবাড়ি। সামশেরগঞ্জের সেই নিমতিতা রাজবাড়ি পরিদর্শনে এলেন পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের প্রতিনিধি দল। স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে এই রাজবাড়িটিকে হেরিটেজ হিসাবে ঘোষণার দাবি তুলছিলেন। বৃহস্পতিবার সকালে নিমতিতা জমিদার বাড়িটি পরিদর্শন করলেন চারজনের এক প্রতিনিধি দল। এদিন শুধু রাজবাড়িটাই ঘুরে দেখেননি তাঁরা, কথা বলেন স্থানীয়দের সঙ্গেও। রাজবাড়ি (Nimtita Rajbari) পরিদর্শনের পর হেরিটেজ কমিশনের প্রতিনিধি ড. বাসুদেব মালিক জানান, ‘‘আমরা সব ঘুরে দেখলাম। প্রাথমিক রিপোর্ট দেওয়া হবে কমিশনকে। হেরিটেজ হিসাবে স্বীকৃতি পাওয়ার মতোই এই বাড়ি।’’ হেরিটেজ কমিশনের প্রতিনিধি দল রাজবাড়ি পরিদর্শনের পর স্থানীয়রা রাজ বাড়িকে ঘিরে আশার আলো দেখছেন স্থানীয়রা।
আরও পড়ুন: চাঁপদানিতে বিনা বিরোধিতায়, প্রধান হলেন তৃণমূলের সুরেশ