হরমনপ্রীতের ব্যাটিং অর্ডার নিয়ে ভিন্নমত, কাল সামনে অস্ট্রেলিয়া

ইংল্যান্ড ম্যাচ হেরে পরিস্থিতি একটু কঠিন করে ফেলেছেন মিতালি রাজরা। শনিবার তাঁদের সামনে প্রবল শক্তিশালী অস্ট্রেলিয়া।

Must read

মুম্বই, ১৭ মার্চ : ইংল্যান্ড ম্যাচ হেরে পরিস্থিতি একটু কঠিন করে ফেলেছেন মিতালি রাজরা। শনিবার তাঁদের সামনে প্রবল শক্তিশালী অস্ট্রেলিয়া। এই ম্যাচ না জিতলে পরিস্থিতি কঠিন হয়ে যেতে পারে ভারতের।
এই অবস্থায় কীভাবে ভারত ভাল করতে পারে, তার পরামর্শ দিয়েছেন দুই প্রাক্তন অধিনায়ক ডায়ানা এদুলজি ও শান্তা রঙ্গস্বামী। ডায়ানা বলেছেন, দলের দুই সেরা ব্যাটার হরমনপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানাকে যত বেশি সম্ভব ওভার খেলার সুযোগ দিতে হবে। তাই হরমনপ্রীতকে তিনে খেলতে হবে। যেখানে খেলছিলেন দীপ্তি শর্মা। তাঁকে একধাপ পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন ডায়ানা।

আরও পড়ুন-চাপমুক্ত বিরাট ভয়ঙ্কর হতে পারে: ম্যাক্সওয়েল

ডায়ানা বলেছেন, হরমনপ্রীত ও স্মৃতি দারুণ ফর্মে আছেন। সেটা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বোঝা গিয়েছে। ডান-বাঁ কম্বিনেশন দলের উপকার করবে বলেই ধারণা প্রাক্তন তারকা ডায়ানার। এরপর দীপ্তি ও মিতালি এলে ভালই হবে ভারতীয় দলের জন্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে অফ ফর্মের জন্য বাদ পড়েছিলেন হরমনপ্রীত। কিন্তু এখন প্রবল রানের খিদে নিয়ে ফিরে এসেছেন। যা ডায়ানার মতে ভালই হয়েছে। তবে ভারতীয় ব্যাটিংয়ে যে ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে, তা নিয়ে চিন্তায় আছেন ডায়ানা ও শান্তা। শান্তা বলেছেন, ধারাবাহিকতা ফেরাতেই হবে। তিনি ব্যাটিং অর্ডারে পরিবর্তনের পক্ষপাতী নন। বলেছেন, বেশি পরিবর্তনে ভাল হবে না। হরমনপ্রীত পাঁচ নম্বরেই আসুক। তাঁর ধারণা, মিতালিরাও ব্যাটিং অর্ডার পরিবর্তনের রাস্তায় যাবেন না।

Latest article