দলত্যাগীকে ফেরানো নিয়ে তীব্র কোন্দল শুরু বিজেপিতে

তাঁকে এড়িয়ে বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার হাত ধরে বিজেপিতে যোগদান করেন অতনু। তাতেই ক্ষুব্ধ দলের কর্মীরা।

Must read

সংবাদদাতা, বোলপুর : বিজেপির গোষ্ঠীকোন্দল এখন মজার খোরাক হয়ে উঠেছে। আর তা প্রকাশ্যে আসায় দলের কঙ্কাল বেরিয়ে পড়েছে। বিজেপির রাস্তা-অবরোধ ও বিক্ষোভ মিছিলের মতো দলীয় কর্মসূচি ঘিরে বিজেপির গোষ্ঠীকোন্দল তুঙ্গে। বীরভূম জেলাকে সাংগঠনিকভাবে দুইভাগে ভাগ করেছে বিজেপি— বোলপুর ও বীরভূম। বোলপুর সাংগঠনিক জেলার লোক ছিলেন ঘর ওয়াপসি নেতা অতনু চট্টোপাধ্যায়। সেই সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল ওরফে অষ্টম মণ্ডল তাঁকে দলে নেননি।

আরও পড়ুন-পদের লোভ দেখিয়ে লাগাতার ধ.র্ষণ, অবসাদে আত্ম.ঘাতী বিজেপি নেত্রী

তাঁকে এড়িয়ে বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার হাত ধরে বিজেপিতে যোগদান করেন অতনু। তাতেই ক্ষুব্ধ দলের কর্মীরা। নতুন ও পুরাতন বিজেপির মধ্যে দীর্ঘদিন লড়াই চলছে বিজেপির অন্দরে। পুরনোদের হয়ে সোচ্চার ছিলেন অনুপম হাজরা। তাঁকে কেন্দ্রীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি এখন দলছুট। তবে তাঁর অনুগামীরা জেলায় সক্রিয়। এই কোন্দলে লোকসভা ভোটে বিজেপিকেই ভুগতে হবে বলে রাজনৈতিক মহলের ধারণা। অতনুর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। শনিবার সাঁইথিয়ায় বিজেপির এক পথ-অবরোধ ও অবস্থান বিক্ষোভে কর্মসূচিতে অতনু মাইক ধরতেই দলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সমাজমাধ্যমে বিজেপি কর্মীরা লিখেছেন, চোরকে কেন দলে নিল বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি।

Latest article