এশিয়াডে প্রজ্ঞাদের নিয়ে আশায় আনন্দ

টাটা স্টিল দাবায় মঙ্গলবার প্রথম তিন রাউন্ডের শেষে প্রজ্ঞানন্দ রয়েছে দ্বিতীয় স্থানে। চার দাবাড়ু সমান পয়েন্ট নিয়ে রয়েছে প্রথম স্থানে

Must read

প্রতিবেদন : কলকাতায় টাটা স্টিল দাবায় ছেলেদের বিভাগে আর প্রজ্ঞানন্দ, ডি গুকেশরা অভিযান শুরু করলেন মঙ্গলবার। আর এদিনই ভারতীয় দলে তাঁদের মেন্টর কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ শহরে বসেই জানিয়ে দিলেন, আসন্ন এশিয়ান গেমসে প্রজ্ঞাদের নিয়ে তিনি দারুণ আশাবাদী। এর থেকে ভাল ভারতীয় দল তিনি চাইতে পারেন না।

আরও পড়ুন-পাক ম্যাচের হতাশা এখনও কাটছে না শুভমনের

টাটা স্টিল দাবা প্রতিযোগিতা চলার ফাঁকে আনন্দ বললেন, ‘‘এশিয়ান গেমসে দাবায় আরও অনেক ভাল দল থাকবে। উজবেকিস্তান ভাল দল। ভিয়েতনামও বেশ ভাল। চিন তো দারুণ শক্তিশালী দল নামাবে। সঙ্গে থাকবে ওদের বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু লিং ডিরেন। তাই আমাদের প্রতিদ্বন্দ্বীরা বেশ তৈরি। আর আমাদের যে দল রয়েছে, এর থেকে ভাল দল আমি আশা করতে পারি না।’’ যোগ করেন, ‘‘প্রতিভাবান দাবাড়ুরা রয়েছে আমাদের দলে। ভারতীয় দাবার আগের প্রজন্মকে এরা পিছনে ফেলে দিতে পারবে কি না, তা এই ছেলেদের উপরই নির্ভর করছে। আমরা অপেক্ষায় থাকব।’’

আরও পড়ুন-শিশু সুরক্ষায় অনলাইনে নজরদারি

আনন্দ আরও বলেছেন, ‘‘প্রজ্ঞা, গুকেশদের নিয়ে এই দলটা ভারতীয় দাবার সোনালি প্রজন্ম। অর্জুন এরিগাইসি-র মতো প্রতিভাবান টিনএজার রয়েছে। ৫০ বছর আগে রাশিয়া ঠিক ভারতের জায়গায় ছিল। আমাদের মহিলা দলও ভাল। ওদের সামনেও উন্নতির অবকাশ রয়েছে। ভারতীয় দাবাপ্রেমীদের জন্যও দারুণ সময়।’’
এদিকে, টাটা স্টিল দাবায় মঙ্গলবার প্রথম তিন রাউন্ডের শেষে প্রজ্ঞানন্দ রয়েছে দ্বিতীয় স্থানে। চার দাবাড়ু সমান পয়েন্ট নিয়ে রয়েছে প্রথম স্থানে।

Latest article