ত্রিপুরায় অরাজকতা, চাকরিচ্যুত শিক্ষকরা

ত্রিপুরায় যে জঙ্গলরাজ চলছে পুরভোটের সময় তা দেখে নিয়েছে দেশের মানুষ। সামান্য পুরসভা নির্বাচনকে ঘিরে হয়েছে তুলকালাম।

Must read

ত্রিপুরায় যে জঙ্গলরাজ চলছে পুরভোটের সময় তা দেখে নিয়েছে দেশের মানুষ। সামান্য পুরসভা নির্বাচনকে ঘিরে হয়েছে তুলকালাম। ভোটের পরেও চলছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দাপাদাপি। শুধু রাজনৈতিক ক্ষেত্র নয়, সার্বিকভাবে ত্রিপুরার অবনমন হচ্ছে। সেখানে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে একের পর এক শিক্ষককে।

আরও পড়ুন-১২ থেকে ১৮ বছর টিকার ব্যবস্থা কতদূর? প্রশ্ন

শিক্ষাক্ষেত্রে অবস্থা কতটা খারাপ হলে শিক্ষকদের চাকরিতে কোপ পড়ে? তথ্য বলছে, গত ২১ মাসে চাকরিচ্যুত হয়েছেন ১০,৩২৩ জন শিক্ষক। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১১৫ জনের! শিক্ষকদের সমস্যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস। দলের অভিযোগ, ত্রিপুরায় বিজেপি চালিত সরকারের মিথ্যা প্রতিশ্রুতির পর্দাফাঁস হয়ে গেছে। আর কতদিন জেগে ঘুমানোর ভান করবেন বিপ্লব দেব? জানতে চায় ত্রিপুরার মানুষ।

Latest article