বিজেপিকে ভোট দিলেই সস্তায় মদ!

Must read

নয়াদিল্লি : জনসেবা নয়, বিজেপি (BJP) নেতাদের কাছে রাজনীতি মানে ‘গিভ অ্যান্ড টেক’ পলিসি। এবার তা প্রকাশ্যে বুঝিয়ে দিলেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সভাপতি। জনগণের কাছে তাঁর খোলাখুলি আর্জি, আমাকে ভোট দিয়ে জেতাও, আমি তোমাদের সস্তায় সুরাপানের সুবিধা করে দেব। ভোটের ময়দানে ক্ষমতা দখলের লক্ষ্যে এমন কুৎসিত কাণ্ডে নিন্দার ঝড় নানা মহলে।

অন্ধপ্রদেশের বিজেপি রাজ্য সভাপতি সমু বীররাজু (Somu Veerraju)। বিজয়ওয়াড়ায় এক জনসভায় এই বিজেপি নেতার নির্লজ্জ প্রস্তাব, গেরুয়া শিবির যদি এক কোটি ভোটে জিততে পারে তাহলে অন্ধ্রপ্রদেশের জনগণের জন্য তাঁরা ৭০ টাকায় মদ পাওয়ার সুবিধা করে দেবেন। শুধু তাই নয় চাহিদা বেশি হলে ৫০ টাকাতেও এই সুবিধা মিলে যেতে পারে। শর্ত শুধু একটাই। বিজেপিকে ভোট দিতে হবে। রাজনীতির ময়দানে ক্ষমতা দখলের চেষ্টায় প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় নেতাদের মুখে। কিন্তু অন্ধ্রপ্রদেশের বিজেপি রাজ্য সভাপতি বীররাজু ভোট কেনার জন্য প্রকাশ্যে যে নজিরবিহীন প্রস্তাব দিলেন, তা চমকে দেওয়ার মতো এবং তীব্র সমালোচনাযোগ্য। বিজেপি সভাপতি বুঝিয়ে দিলেন, তাঁদের দলকে ভোট দিলে বেআইনি কাজেরও অবাধ সুযোগ মিলতে পারে।

আরও পড়ুন-বাঘ উদ্ধারকারীদের পুরস্কার, বললেন মুখ্যমন্ত্রী

ওই বিজেপি নেতা রাজ্যের জগন্মোহন রেড্ডি (Jaganmohan Reddy) সরকারকে বিঁধে অভিযোগ করেন, এই মুহূর্তে মদের বোতলের দাম ২০০ টাকা। অথচ মদের মান অত্যন্ত খারাপ। তাঁদের সরকার যদি ক্ষমতায় আসে তা হলে তারা ৭০ টাকায় মদ পাওয়ার সুবিধা করে দেবে। এরপরই তাঁর আবেদন, বিজেপিকে এক কোটি ভোট দিন। এমনকী যদি লভ্যাংশ বেশি রাখা যায় তাহলে তা ৫০ টাকাতেও মিলতে পারে। ২০২৪ সালে অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন। কিন্তু এখন থেকেই প্রচারে নেমে পড়ে বেনজির কাণ্ড ঘটালেন খোদ রাজ্য সভাপতিই।

Latest article