গোয়াকে হারিয়ে তিনে উঠে এল মোহনবাগান

এটিকে মোহনবাগান ২ (লিস্টন, কৃষ্ণ) এফসি গোয়া ১ (ওর্তিজ)

Must read

প্রতিবেদন : এফসি গোয়াকে ২-১ গোলে হারিয়ে ছন্দ ধরে রাখল এটিকে মোহনবাগান ( ATK Mohun Bagan)। বুধবারের এই ম্যাচটার আলাদা গুরুত্ব ছিল জুয়ান ফেরান্দোর কাছে। লিগের মাঝপথেই গোয়া ছেড়ে বাগানের কোচ হয়েছিলেন তিনি। যা নিয়ে গোয়ান শিবিরে যথেষ্ট ক্ষোভ ছিল। তাই পুরনো দলের বিরুদ্ধে জয় বাড়তি তৃপ্তি দেবে সবুজ-মেরুনের স্প্যানিশ কোচকে। পাশাপাশি নতুন ক্লাবের দায়িত্ব নেওয়ার পর টানা দুটো জয় জোগাবে বাড়তি আত্মবিশ্বাসও।

গোয়ার (Goa) বিরুদ্ধে বাগানের জয়ের অন্যতম নায়ক লিস্টন কোলাসোও। গোয়ান ফুটবলারের বিশ্বমানের গোলেই এদিন এগিয়ে গিয়েছিল সবুজ-মেরুন। ২৩ মিনিটে প্রায় কুড়ি গজ দূর থেকে নেওয়া লিস্টনের গোলার মতো শট অনেকটা ডিপ করে জালে জড়িয়ে যায়। এবারের লিগে লিস্টনের এটি পাঁচ নম্বর গোল। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। গতবার হায়দরাবাদের হয়ে নজর কেড়েছিলেন। এবার সবুজ-মেরুন জার্সিতেও ( ATK Mohun Bagan) ঝলমলে দেখাচ্ছে লিস্টনকে।

আরও পড়ুন-মারাদোনার ভাই প্রয়াত

বিরতির পরেও মোহনবাগানের দাপট অব্যাহত ছিল। ৫৬ মিনিটে রয় কৃষ্ণ গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। হেডে বল নামিয়ে দিয়েছিলেন প্রীতম কোটাল। বক্সের ওপর থেকে ডান পায়ের শটে গোল করেন বাগানের গোলমেশিন। এর কিছুক্ষণ পরেই কৃষ্ণকে তুলে নেন ফেরান্দো। ৮১ মিনিটে ব্যবধান কমিয়েছিলেন গোয়ার জর্জ ওর্তিজ। তবে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়েন প্রীতমরা।
এই জয়ের সুবাদে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এল এটিকে মোহনবাগান।

Latest article