Sourav Ganguly: সৌরভ হাসপাতালেই

Must read

করোনা-আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। গত দু’দিন ধরে তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। বুধবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, নতুন করে আর জ্বর আসেনি সৌরভের। কাশিও নেই। তবে সর্দি রয়েছে বিসিসিআই প্রেসিডেন্টের। সর্দি থাকায় মাঝে মধ্যে স্টিম দেওয়া হচ্ছে সৌরভকে। কিন্তু কাশি না থাকায় আপাতত তাঁর সিটি স্ক্যান করা হবে না। সৌরভের শরীরে অক্সিজেনের মাত্র ৯৯ শতাংশ। রাতে ভাল ঘুম হয়েছে। স্বাভাবিক খাবার খাচ্ছেন। মোনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপিতে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে জিনের পরীক্ষার জন্য। বৃহস্পতিবার সেই রিপোর্ট পাওয়ার পর জানা যাবে সৌরভের ওমিক্রন সংক্রমণ হয়েছে কি না। এদিকে, কলকাতা পুরসভার পক্ষ থেকে এদিন সৌরভের (Sourav Ganguly) বেহালার বাড়ি জীবাণুমুক্ত করা হল।

Latest article