সম্প্রতি ট্যুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে অ্যাপল। বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ায় অ্যাপলের উপর ক্ষুব্ধ হয়েছেন ট্যুইটার কর্তা এলন মাস্ক। ট্যুইটার কর্তা ট্যুইট করেছেন, অ্যাপল বেশিরভাগ ট্যুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে। এরপরই তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, তাহলে কি আমেরিকার বাক স্বাধীনতায় ভয় পাচ্ছে অ্যাপল?
আরও পড়ুন-কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ-মিছিল
তবে শুধু অ্যাপল নয়, জেনারেল মিলস ইনকর্পোরেটেড, অটোমেকার অডি-সহ বেশ কয়েকটি বড় সংস্থা ট্যুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে। তারপরেই অ্যাপলের বিরুদ্ধে মুখ খুললেন মাস্ক। বিশেষজ্ঞরা মনে করছেন, এই মুহূর্তে ট্যুইটার যথেষ্ট চাপের মধ্যে রয়েছে। সংস্থায় অর্থসংকট প্রবল। চলতি পরিস্থিতিতে বিভিন্ন বড় মাপের কর্পোরেট সংস্থা বিজ্ঞাপন বন্ধ করায় সংস্থার সংকট আরও বেড়েছে। সে কারণেই ক্ষোভ প্রকাশ করেছেন মাস্ক।