কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ-মিছিল

পঞ্চায়েত ভোটের দামামা এখনও সেভাবে বাজেনি। তার আগেই জোরকদমে প্রস্তুতিসভা, মিছিল ইত্যাদি শুরু করে দিয়েছে তৃণমূল

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : পঞ্চায়েত ভোটের দামামা এখনও সেভাবে বাজেনি। তার আগেই জোরকদমে প্রস্তুতিসভা, মিছিল ইত্যাদি শুরু করে দিয়েছে তৃণমূল। জেলা তৃণমূল নেতানেত্রীরা গ্রামেগঞ্জে ঘুরছেন। জামবনি ব্লক এলাকায় গিধনি, দুবড়া, ধড়সা ও চিচিড়া-সহ বিভিন্ন জায়গায় মিছিল ও পথসভা হয়ে গেল। কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল চিচিড়া এলাকা পরিক্রমা করে। তারপর হয় সভা।

আরও পড়ুন-তরঙ্গ-গবেষণার ডাক পেয়ে নাসায় মেদিনীপুরের বিশ্বজিৎ

ছিলেন দলের জেলা সহ-সভাপতি প্রসূন ষড়ঙ্গি, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, জামবনি ব্লক সভাপতি মধুসূদন মুর্মু প্রমুখ। বড় মিছিল করার পর হয় সভা। জেলা সহ-সভাপতি প্রসূন ষড়ঙ্গি বলেন, ‘মুখ্যমন্ত্রী উন্নয়ন ও পরিষেবার কাজ চালিয়ে যাচ্ছেন। রাস্তা, স্কুল, কলেজ, হাসপাতাল, বিনামূল্যে রেশন-সহ বহু উন্নয়নমূলক প্রকল্পে কাজ হচ্ছে। আর ঘোলা জলে মাছ ধরার জন্য কেউ কেউ নেমে পড়ছেন। ২০১১ সালে সিপিএম নামক জগদ্দল পাথরটাকে তিনি সরিয়ে দিয়ে বলেছিলেন, আমি মানুষের মঙ্গল করব। ২০১১ সালের পর সেই কাজ শুরু করেন। মাথায় বড় অঙ্কের ঋণের বোঝা নিয়ে উন্নয়ন চালিয়ে যান। তাই দিদির হাতকে আরও শক্তিশালী করতে, উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে পঞ্চায়েত নির্বাচনে দিদির পাশে থাকুন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন।’

Latest article