সংবাদদাতা, নদিয়া : রাজ্যপাল রাজ্যের স্বার্থ দেখেন না। তাঁর যত আগ্রহ রাজ্যের সমালোচনা করায়। এরই প্রতিবাদে তাঁকে হাতের কাছে পেয়ে কালো পতাকা দেখালেন নদিয়া জেলার কল্যাণীর সাধারণ মানুষ ও তৃণমূল কংগ্রেস। তৃণমূল কর্মীরা প্রতিবাদ পোস্টার তুলে ধরার পাশাপাশি তুলল গো ব্যাক স্লোগানও। রাজ্যপালের আসা ও তৃণমূল কংগ্রেসের এই আন্দোলনের জেরে বৃহস্পতিবার সারাদিন ছিপছিপে বৃষ্টির মধ্যে কল্যাণী বিশ্ববিদ্যালয় এলাকা সরগরম হয়ে ওঠে।
আরও পড়ুন-বিধানসভায় বারবার বিজেপির অসৌজন্য আর অসভ্যতা
কল্যাণীতে উপস্থিত হন সমাবর্তনে আমন্ত্রিত আচার্য রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর কনভয় বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগে থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা পোস্টার নিয়ে উপস্থিত হন। স্থানীয় বেশ কিছু মানুষজনও ছিলেন। রাজ্যপালের উদ্দেশে এদিন কালো পতাকা দেখান প্রতিবাদী মানুষজন। এক্ষেত্রে তৃণমূল কর্মীদের স্পষ্ট কথা, ১০০ দিনের কাজের টাকা বকেয়া রয়েছে। এত আন্দোলন করা হলেও সেই বকেয়া টাকা এখনও পাওয়া যায়নি। রাজ্যপাল রাজ্যের নানা বিষয়ে ফুট কাটলেও, রাজ্যের বকেয়া নিয়ে রা কাড়েন না। এদিন মূলত তার প্রতিবাদেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে রাজ্যপালকে কালো পতাকা দেখান স্থানীয় মানুষজন ও তৃণমূল কর্মীরা। তাঁকে ‘মহম্মদ বিন তুঘলক’ বলেও কটাক্ষ করা হয়।