বিধানসভায় বারবার বিজেপির অসৌজন্য আর অসভ্যতা

কিন্তু মনোজ পেয়ারা প্রত্যাখ্যানের অসৌজন্য দেখান। অধ্যক্ষ এর পরেও অধিবেশন শেষে জবাবি ভাষণে বিরোধী দলের বিধায়কদেরও ধন্যবাদ জানিয়েছেন।

Must read

প্রতিবেদন : ফের একবার সংসদীয় সৌজন্যের চিরন্তন ঐতিহ্য ভূলুণ্ঠিত করল বিজেপি। বিধানসভার অন্দরে শাসক ও বিরোধীদের চাপান-উতোর যতই তীব্র হোক, বাইরে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা বিধানসভার চিরকালীন ঐতিহ্য। কিন্তু বর্তমানে বিরোধী দলের সৌজন্যে সেই সৌহার্দের বাতাবরণ মুছে গিয়েছে। বৃহস্পতিবার চলতি অধিবেশনের শেষদিনে বিরোধীদের এরকম আরও এক লজ্জাজনক আচরণের সাক্ষী থাকল বিধানসভা।

আরও পড়ুন-শীত পড়ার আগেই দুর্গাপুরে ডেরা তিব্বতি দোকানিদের

বিধানসভার অভিভাবক হিসাবে স্বীকৃত স্পিকারকে চরম অপমান করা হল। শেষ দিনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁর নির্বাচনী ক্ষেত্র বারুইপুরের বিখ্যাত পেয়ারা সমস্ত দলের সদস্যের মধ্যে বণ্টন করেন। কিন্তু প্রধান বিরোধী দল বিজেপি তা নেয়নি। যখন অধিবেশনকক্ষে তুমুল বিতণ্ডা চলছে, তখনই স্পিকার সব বিধায়ককে পেয়ারা নিয়ে যেতে অনুরোধ করেন। প্রতিবছরই স্পিকার তাঁর বিধানসভা এলাকা বারুইপুরের পেয়ারা বিধায়কদের উপহার দেন। বিজেপি ওয়াক আউট করার পর, তিনি বিধানসভায় নিজের ঘরে ডেকেছিলেন বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে। কিন্তু মনোজ পেয়ারা প্রত্যাখ্যানের অসৌজন্য দেখান। অধ্যক্ষ এর পরেও অধিবেশন শেষে জবাবি ভাষণে বিরোধী দলের বিধায়কদেরও ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন-কালনার প্রাথমিক স্কুলে চালু হল ডিজিটাল হাজিরা

বিধানসভার বাইরে রাজনৈতিক কর্মসূচির থেকে ভিতরে থেকে আরও বেশি করে অংশগ্রহণের জন্য বিরোধীদের পরামর্শ দেন। বলেন, বিরোধীদের জন্যই বিধানসভা। সেকারণে প্রশ্নোত্তর-সহ যাবতীয় কর্মসূচিতে বিরোধীদের বেশি সুযোগ করে দেওয়ার তিনি পক্ষপাতী। পরিসংখ্যান দিয়ে জানান, চলতি অধিবেশনে ৪০০ অতিরিক্ত প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়েছিল। তার ২৩৪টি বিরোধী বিধায়কেরা করেছেন।

Latest article