কালনার প্রাথমিক স্কুলে চালু হল ডিজিটাল হাজিরা

বেসরকারি স্কুলের সঙ্গে টেক্কা দিয়ে এবার কালনার এক গ্রামীণ প্রাথমিক বিদ্যালয়েও চালু হল ডিজিটাল হাজিরার ব্যবস্থাপনা।

Must read

প্রতিবেদন : বেসরকারি স্কুলের সঙ্গে টেক্কা দিয়ে এবার কালনার এক গ্রামীণ প্রাথমিক বিদ্যালয়েও চালু হল ডিজিটাল হাজিরার ব্যবস্থাপনা। মন্তেশ্বরের নির্মল ও স্বচ্ছ বিদ্যালয়ের পুরস্কার পাওয়া সিংহালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বুধবার থেকে শুরু হল দেড়শো পড়ুয়ার জন্য অত্যাধুনিক ডিজিটাল পরিচয়পত্র ও স্ক্যানার মেশিনে হাজিরার ব্যবস্থা।

আরও পড়ুন-মরশুমের প্রথম তুষারপাত সান্দাকফুতে, দার্জিলিংয়ে বৃষ্টি

খুদে পড়ুয়ারা তাদের কার্ড স্ক্যান করলেই স্কুলে আসা ও ছুটির মেসেজ মোবাইলে পেয়ে যাবেন অভিভাবকেরা। ফলে তাঁরা তৎক্ষণাৎ বুঝে যাবেন সন্তানরা স্কুলে গিয়েছে কিনা। অত্যাধুনিক এই হাজিরা ব্যবস্থার উদ্বোধনে ছিলেন জেলার অবর বিদ্যালয় পরিদর্শক শ্রীপর্ণা চট্টোপাধ্যায় প্রমুখ বিশিষ্টজনেরা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোরাচাঁদ দত্ত বলেন, আমাদের স্কুলে আগেই স্মার্ট ক্লাস, ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু হয়েছে। রয়েছে কিচেন গার্ডেন, মিড ডে মিলের ব্যবস্থা। এবার ডিজিটাল আই কার্ড চালু হল। পড়ুয়াদের হাজিরার জন্য ডিজিটাল স্ক্যানার মেশিনও বসল এবার। এই ব্যবস্থায় খুশি এলাকার মানুষ-সহ উপস্থিত অতিথিরা সাধুবাদ জানান স্কুল কর্তৃপক্ষকে।

Latest article