নয়াদিল্লি : এবারের আইপিএল শুরুর মাত্র কয়েক দিন আগেই ক্রিকেট দুনিয়াকে স্তব্ধ করে চিরবিদায় নেন শ্যেন ওয়ার্ন। ২০০৮ সালে উদ্বোধনী আইপিএলে অস্ট্রেলীয় কিংবদন্তি শ্যেন ওয়ার্নের (Shane Warne) অসামান্য নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। প্রথম বছরেই রয়্যাল পরিবারের চিরকালীন সদস্য হয়ে গিয়েছিলেন ওয়ার্ন (Shane Warne)। ১৪ বছর পর ফের আইপিএল ফাইনাল খেলল রাজস্থান। এমন দিনেই প্রাক্তন রয়্যালস অধিনায়ককে নিয়ে নতুন গল্প সামনে এল, যা ওয়ার্নের প্রতি শ্রদ্ধা আরও বাড়িয়ে দিল তাঁর ভক্তদের।
আরও পড়ুন: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ নিয়ে চাপে নেই: নীরজ
ঘটনাটি প্রথম বছরের আইপিএলে-র। জয়পুরে ১০ দিনের ট্রায়াল চলছিল রাজস্থানের। শিবিরে রবীন্দ্র জাদেজা ও স্বপ্নিল আসনোদকারকে দেখে ভাল লেগেছিল রাজস্থানের তৎকালীন কোচ কাম ক্যাপ্টেন ওয়ার্নের। কিন্তু ফ্র্যাঞ্চাইজি মালিক মনোজ বাদালে দলে চেয়েছিলেন ট্রায়াল দিতে আসা আরও এক ক্রিকেটারকে। কিন্তু মালিকের পছন্দের আসিফ নামের সেই ক্রিকেটারকে দলে নিতে চাননি ওয়ার্ন। ট্রায়াল শিবিরে আসিফকে পছন্দ হয়নি অস্ট্রেলীয় তারকার। টিম মালিককে ওয়ার্ন সরাসরি বলে দেন, ‘আমি চুক্তির অর্থ ফিরিয়ে দিয়ে দল ছাড়ব, কিন্তু ওই প্লেয়ারকে নেব না। আমার দলে পক্ষপাতিত্বের কোনও জায়গা নেই।’