ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ নিয়ে চাপে নেই: নীরজ

Must read

নয়াদিল্লি, ২৮ মে : প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতে টোকিওতে ইতিহাস গড়েছেন। নীরজ চোপড়ার (Neeraj Chopra) সামনে এবার নতুন চ্যালেঞ্জ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। এবারও তিনি সোনা জিতে দেশকে গর্বিত করবেন, এমন আশায় রয়েছেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। তবে যাঁকে নিয়ে এত প্রত্যাশা, সেই নীরজ সাফ জানাচ্ছেন, কোনও বাড়তি চাপ না নিয়ে খোলা মনে ট্র্যাকে নামবেন।

প্রস্তুতির জন্য এই মুহূর্তে ফিনল্যান্ডে (Finland) রয়েছেন নীরজ। সেখান থেকেই দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘গত বছর টোকিও অলিম্পিকে চাপমুক্ত হয়ে ট্র্যাকে নেমেছিলাম। সোনা জিততেই হবে, এই চিন্তা মাথায় রাখিনি। শেষ পর্যন্ত ভাল পারফর্ম করে সোনা জিতেছিলাম।’’ নীরজের (Neeraj Chopra) বাড়তি সংযোজন, ‘‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও খোলা মনে খেলতে চাই। লক্ষ্য অবশ্যই পদক জয়। কিন্তু সেটা না হলেও মাথায় আকাশ ভেঙে পড়বে না।’’

আরও পড়ুন: গোটা কেরিয়ারে বিরাট এত ভুল করেনি : বীরু

নীরজের সাফ কথা, ‘‘অলিম্পিকে সোনা জিতেছি বলে, এখানেও সোনা জিততেই হবে, এটা ভাবছি না। সত্যি কথা বলতে কী, প্রত্যাশার চাপ তো থাকবেই। তবে এক বছরে কতটা উন্নতি করলাম, সেটা দেখতে চাই।’’ চলতি বছরে নিজের লক্ষ্য সম্পর্কে নীরজের বক্তব্য, ‘‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ছাড়াও কমনওয়েলথ গেমস এবং ডায়মন্ড লিগ ফাইনালে ভাল ফল করতে চাই।’’

Latest article