গোটা কেরিয়ারে বিরাট এত ভুল করেনি : বীরু

Must read

নয়াদিল্লি, ২৮ মে : আরও একটা আইপিএল মরশুম থেকে খালি হাতে ফিরতে হচ্ছে বিরাট কোহলিকে (Virat Kohli)। টুর্নামেন্ট শুরুর আগেই আরসিবি-র নেতৃত্ব ছেড়েছিলেন কিং কোহলি। যাতে নিজের ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিতে পারেন। কিন্তু সেটা হয়নি। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বিরাট। তাঁর দলও রাজস্থান রয়্যালসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে।
২২.৭৩ গড়ে ১৬ ম্যাচে ৩৪১ রান। তিন-তিনটে গোল্ডেন ডাক! হাফ সেঞ্চুরি মাত্র দু’টি। শুক্রবার রাতের দ্বিতীয় কোয়ালিফায়ারে বিরাটের ব্যাট থেকে এসেছে মাত্র ৭ রান। এই পারফরম্যান্স দেখে হতাশ প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহবাগ (Virendra Sehwag)। তিনি বলছেন, ‘‘আমরা যে বিরাট কোহলিকে চিনি, এবারের আইপিএলের বিরাট সে নয়! এই টুর্নামেন্টে ও এত ভুল করেছে, যা নিজের গোটা কেরিয়ারেও করেনি।’’ বীরুর (Virendra Sehwag) বক্তব্য, ‘‘ফর্মে না থাকলে সবাই ব্যাটের মাঝখান দিয়ে খেলার চেষ্টা করে। কিন্তু এই বিরাট আমার অচেনা। এবারের আইপিএলে ও মোটামুটিভাবে সব রকমভাবেই আউট হয়েছে।’’

আরও পড়ুন: আফ্রিকার ১১ দেশে মহামারীর আকার নিয়েছে মাঙ্কিপক্স, সতর্ক করল হু

শেহবাগ আরও বলেছেন, ‘‘রাজস্থান রয়্যালস ম্যাচে বিরাট বলটা ছেড়ে দিতেই পারত। কিন্তু যেভাবে আউট হল, তা দেখে মনে হয়েছে যেন উইকেটকিপারকে ক্যাচ প্র্যাকটিস করাচ্ছে!’’
আরেক প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর মনে করেন, সব বল ফ্রন্টফুটে খেলতে গিয়েই বিরাট ডুবেছেন। মঞ্জরেকরের ট্যুইট, ‘‘সমস্যা হল, বিরাট সব বলই সামনের পায়ে খেলতে চেয়েছে। রাজস্থান ম্যাচেও খাটো লেংথের বল সামনের পায়ে খেলতে গিয়ে উইকেট উপহার দিল।’’

Latest article