নয়াদিল্লি : শীতকালীন অধিবেশনে যেভাবে সংসদে মোদি সরকার একের পর বিল পাশ করাচ্ছে, তাতে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস (Bill Pass- TMC)। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত মোদি জমানায় সংসদে পেশ করা ৩০১টি বিলের মধ্যে মাত্র ৭৪টি বিল জনগণের মতামত নেওয়ার জন্য দেওয়া হয়েছে। শুক্রবার রাজ্যসভায় বিষয়টি উত্থাপন করেন তৃণমূল কংগ্রেসের (Bill Pass- TMC) রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। তাঁর প্রস্তাব, জনগণের মতামতের জন্য একটি ড্যাশবোর্ড রাখতে হবে, বিল পেশের পাশাপাশি জনগণের মতামতের সংক্ষিপ্তসার উল্লেখ করতে হবে এবং বিলের বিষয়বস্ত নিয়ে আলোচনা বাধ্যতামূলক। ডেরেকের দাবি, জনগণের মতামতের তারিখ, খসড়া বিলের লিঙ্ক সবকিছু উল্লেখ করতে হবে। তিনি রাজ্যসভায় প্রস্তাব দেন, ৩০ দিন আলোচনার পর জনগণের সারসংক্ষেপ বিল পেশের সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট মন্ত্রীকে উল্লেখ করতে হবে। কোনও বিল যদি জনগণের মতামতের জন্য না রাখা হয়, তাহলে তার কারণ উল্লেখ করারও দাবি জানান তিনি। তৃণমূলের বক্তব্য, কেন্দ্র-রাজ্য সম্পর্ক, যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে আলোচনা করতে চায় না মোদি সরকার।
আরও পড়ুন-হাসিমারায় প্রস্তুত রাফাল
এদিকে বিএ কমিটির সিদ্ধান্ত, আগামী সপ্তাহে সোম এবং মঙ্গলবার রাজ্যসভায় বাজেটের অতিরিক্ত ব্যয়বরাদ্দ নিয়ে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার জবাবি ভাষণ দেবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৃহস্পতিবার একটি প্রত্যাহার বিল আনতে পারে মোদি সরকার। তারপরেই বৃহস্পতি অথবা শুক্রবার শীতকালীন অধিবেশন মুলতবি হয়ে যেতে পারে বলে সূত্রের খবর। অন্যদিকে, রাজ্যের ১০০ দিনের কাজে বাংলার বকেয়া নিয়ে আলোচনা চেয়ে ইতিমধ্যেই নোটিশ দিয়েছেন তৃণমূল সাংসদ দোলা সেন।