প্রতিবেদন : দীর্ঘ ১৫ বছর পর দত্ত পরিবারের কেউ আইএফএ সচিব পদে বসলেন। সোমবার বিকেলে সংস্থার নতুন নির্বাচিত গভর্নিং বডির প্রথম সভায় সর্বসম্মতিক্রমে নতুন সচিব হলেন অনির্বাণ। মাত্র ৪০ বছর বয়সে আইএফএ সচিব হয়ে নতুন নজির গড়লেন তিনি। আইএফএ-র ইতিহাসে অনির্বাণ হলেন কনিষ্ঠতম সচিব। একই সঙ্গে কোষাধ্যক্ষ পদে বসার ৬০ দিনের মধ্যে সংস্থার সচিব হওয়ার আরও এক কীর্তি গড়লেন অনির্বাণ। আইএফএ-র প্রয়াত সচিব প্রদ্যোত দত্ত ছিলেন ময়দানের বিখ্যাত ফুটবল প্রশাসক।
আরও পড়ুন-আয়ারল্যান্ড সফরের আগে পান্ডিয়াদের ছুটি
১৯৮৫ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত বাংলার ফুটবল নিয়ামক সংস্থার সফল সচিব ছিলেন তিনি। প্রদ্যোৎ-পুত্র অনির্বাণ বাবার পথেই বাংলার ফুটবল উন্নয়নে কাজ করতে চান। নতুন দায়িত্ব নিয়ে অনির্বাণ বললেন, ‘‘প্রথম কাজ কলকাতা লিগ সফলভাবে আয়োজন করা। খুব তাড়াতাড়ি ক্লাবগুলির সঙ্গে বসে লিগ শুরুর দিনক্ষণ চূড়ান্ত করব। এর পর স্কুল ফুটবল, জেলা ফুটবল নিয়ে অনেক পরিকল্পনা আছে।’’ সভাপতি ও চেয়ারম্যান পদে পুনর্নিবাচিত হলেন যথাক্রমে অজিত বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত দত্ত। নতুন কোষাধ্যক্ষ হলেন দেবাশিস সরকার। নতুন তিন সহ-সভাপতি হলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, সৌরভ পাল এবং বিশ্বজিৎ ভাদুড়ী।