সংবাদদাতা, হাওড়া : গ্রিন করিডর করে আনিসের দেহ আমতা থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হল। সোমবার দ্বিতীয় ময়নাতদন্তের জন্য আনিসের (Anish Khan) দেহ কবর থেকে তোলা হয়। বারাসত জেলা জজের উপস্থিতিতে কবর থেকে তাঁর দেহ তোলা হয়েছে। সিটের সদস্যদের সঙ্গে বিশাল পুলিশ-বাহিনী হাজির ছিল। ফরেনসিক বিশেষজ্ঞরাও হাজির ছিলেন। পরিবারের পক্ষে দাদা সাবির খান ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বারাসতের জেলা জজ এসে পৌঁছতেই বেলা সাড়ে ১২টা নাগাদ কবর থেকে দেহ তোলা শুরু হয়। দেহ তোলার পুরো প্রক্রিয়াটাই ভিডিও ক্যামেরায় রেকর্ডিং করা হয়। ১টা ৪৫ মিনিটে দ্বিতীয় ময়নাতদন্তের জন্য আনিসের দেহ নিয়ে আমতা থেকে এসএসকেএমের উদ্দেশ্যে রওনা হন সিটের সদস্যরা। গ্রিন করিডর করে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় তাঁর দেহ। ৩টে ১০ মিনিটে এসএসকেএমে পৌঁছয় তাঁর দেহ। সোমবারই তাঁর ময়নাতদন্ত হবে। এই জন্য ৩ জন অটোপসি সার্জেনকে নিয়ে একটি বিশেষ দল তৈরি করা হয়েছে। এই ময়নাতদন্তের রিপোর্টে কীভাবে তাঁর মৃত্যু হয়েছিল তা স্পষ্ট করে জানা যাবে বলে সিটের সদস্যরা মনে করছেন। পাশাপাশি তাঁর শরীরে কোনও আঘাত আছে কি না সেই ব্যাপারে নিশ্চিত হতে তাঁর ভিসেরা পরীক্ষাও করানো হতে পারে। ময়নাতদন্তের সময় এসএসকেএমে তাঁর বাড়ির লোকেরাও উপস্থিত থাকবেন। তবে দেহের সঙ্গে তাঁর দাদা বা বাবা যাননি। গিয়েছেন আনিসের (Anish Khan) কাকা ও এক তুতো ভাই। আনিসের বাবা সালেম জানান, ‘‘হাইকোর্টের রায় অমান্য করতে পারি না। তাই দেহ দিতে রাজি হয়েছি। দেখি কী হয়। আনিসের হত্যাকারীরা ধরা পড়ে কি না সেটাই এখন দেখার।’’