সংবাদদাতা, শিলিগুড়ি : পাহাড়ে জিটিএ নির্বাচনের দাবি জানালেন অনীত থাপা। গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে আসার পরে পাহাড়ে নতুন দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দল গঠন করেন অনীত। দলের সভাপতি অনীত থাপা নিজেই। রবিবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অনীত থাপা।
আরও পড়ুন-জিটিএ নির্বাচন দাবি অনীতের
মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান শেষ হওয়ার পরেই অনীত বলেন, অবিলম্বে পাহাড়ে জিটিএ নির্বাচন প্রয়োজন। আমি মুখ্যমন্ত্রীর কাছে লিখিতভাবে আবেদন জানাচ্ছি। আগামী মঙ্গলবার কার্শিয়াং প্রশাসনিক বৈঠক রয়েছে, সেই বৈঠকে পাহাড়ের উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশাবাদী অনীত। বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতবারই পাহাড়ে এসেছেন, ততবারই পাহাড়ের জন্য কিছু না কিছু দিয়ে গিয়েছেন। তাই পাহাড়ের উন্নয়নের বিষয়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রশাসনিক বৈঠকে সরাসরি কথা বলবেন বলেও জানিয়েছেন অনীত।