গোর্খাল্যান্ড নয়, রাজ্যকে নিয়েই উন্নয়ন চান অনীত

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : গোর্খাল্যান্ডের দাবিকে নস্যাৎ করে রাজ্য সরকারকে সঙ্গে নিয়েই পাহাড়ের উন্নয়ন ও গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনকে (জিটিএ) আরও শক্তিশালী করার দাবি তুললেন অনীত থাপা (Anit Thapa)। শনিবার পিনটেল ভিলেজে সাংবাদিক সম্মেলন করে গোর্খাল্যান্ডের দাবিকে নস্যাৎ করে দিলেন বিজেপিএম সভাপতি তথা জিটিএর চিফ এক্সিকিউটিভ অফিসার অনীত (Anit Thapa0। তিনি সরাসরি রাজ্য সরকারকে সঙ্গে নিয়ে পাহাড়ের উন্নয়ন ও জিটিএকে পাহাড়ের উন্নয়নের জন্য শক্তিশালী করার দাবি তুলেছেন। বলেন, তিনি কখনও পাহাড়বাসীকে গোর্খাল্যান্ড পাইয়ে দেওয়ার মিথ্যা স্বপ্ন দেখাননি। পাহাড়ের মানুষের অনুভূতি নিয়ে বিমল গুরুং ও রোশন গিরিরা খেলছেন। গোর্খাল্যান্ডের নামে আন্দোলন করতে গিয়ে পাহাড়ের মানুষেরই ক্ষতি হয়েছে। পাহাড়ের মানুষের প্রয়োজন বাড়ি বাড়ি পানীয় জল, খাদ্য, বস্ত্র, বাসস্থান ও শিক্ষা। এর জন্যই জিটিএ-কে আরও শক্তিশালী করা প্রয়োজন। মনে রাখতে হবে, চুক্তি থেকে নিজেদের তুলে নেওয়া আর না নেওয়ায় যায় আসে না। জিটিএ আইনসম্মত ভাবে গঠিত, যা বাতিল হবে না। এছাড়াও গোর্খাল্যান্ড দেওয়া না দেওয়াটা কেন্দ্রের বিষয়। বিজেপি এই বিষয়ে কিছু বলছে না। তারা গোর্খাল্যান্ডকে লাড্ডু বানিয়ে রাজনীতি করছে।

আরও পড়ুন-সনাতন ধর্মই দেশের রাষ্ট্রধর্ম, বিতর্কিত মন্তব্য মুখ্যমন্ত্রী যোগীর

Latest article