স্ত্রীকে খুন করে মাটিতে পুঁতে রাখল স্বামী। অভিযোগ এমনটাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার শিখরবালি ২ গ্রাম পঞ্চায়েতের মনসাতলা এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের নাম অঞ্জলি মণ্ডল (৪০) (Anjali Mondal Murder Case)।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বারুইপুর থানা এলাকার রবীন মণ্ডলের সঙ্গে ২০ বছর আগে বিয়ে হয় ইন্দ্রপালারই বাসিন্দা অঞ্জলি মণ্ডলের (Anjali Mondal Murder case) সঙ্গে। তাদের দুই ছেলে রয়েছে। এই রবীন মণ্ডলের বিরুদ্ধে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগ রয়েছে। তাঁর নামে একাধিক মামলাও আছে বারুইপুর থানাতে। বহুবার জেলও খেটেছে রবীন। বিজয়া দশমীর দিন অঞ্জলিকে শেষ দেখা গিয়েছিল। জানা গিয়েছে, ওই দিনই নাকি অশান্তি হয় দু’জনের মধ্যে। তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি অঞ্জলির।
আরও পড়ুন: ট্রাকের সঙ্গে পিক আপ ভ্যানের সংঘর্ষে মৃত ৬
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, স্ত্রী আঞ্জলির কাছে মদের টাকা চাইত রবীন। তা না পেলেই স্ত্রীর উপর অত্যাচার চালাত। বিজয়া দশমীর দিনও মারধর করে। ওই দিনই তাঁকে খুন করা হয় বলে প্রাথমিক অনুমান। এর মধ্যে বাপের বাড়ির লোক খবর না পেয়ে বাড়িতে এসে খোঁজ শুরু করে। বারবার রবীনকে জিজ্ঞাসা করেও হদিস পাওয়া যায়নি। তারপর শনিবার সকালে ছাগল রাখার ঘরে গিয়ে দেখে সেখানে মাটি খুড়ে পুঁতে দেওয়া হয়েছে। উপরে কাঠ বিছানো। বিষয়টি জানাজানি হতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় রবীন। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে ছিলেন বারুইপুর এসডিপিও অতীশ বিশ্বাস, বারুইপুর থানার আইসি সৌমজিত রায়, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ।