ট্রাকের সঙ্গে পিক আপ ভ্যানের সংঘর্ষে মৃত ৬

লক্ষ্মীপুজোর (Lakshmi puja) সকালে গাড়িতে ফুলের বস্তা তোলার সময় পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) খড়গপুরে মৃত্যু হয় তিন ফুলচাষির।

Must read

লক্ষ্মীপুজোর (Lakshmi puja) সকালে গাড়িতে ফুলের বস্তা তোলার সময় পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) খড়গপুরে মৃত্যু হয় তিন ফুলচাষির। পরে আরও তিনজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। বেশ কয়েকজন ভর্তি আছেন দুই হাসপাতালে। প্রত্যক্ষদর্শীদের তরফে জানা গিয়েছে, ফুলের বস্তা পিক আপ ভ্যানে তোলার সময় পিছন দিক থেকে একটি সিমেন্টের বস্তা ভর্তি ট্রাক ধাক্কা মারে। ছিটকে পাশের জলাশয়ে পড়ে যায় পিক আপ ভ্যানটি। ঘটনাস্থলে কমপক্ষে ২০-২২ জন ফুলচাষি ছিল।

আরও পড়ুন-রূপে লক্ষ্মী, গুণে লক্ষ্মী

আজ, শনিবার সকালে খড়গপুর লোকাল থানার বুড়ামালা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। চারজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। আহতদের মধ্যে কয়েকজনকে খড়গপুর মহকুমা হাসপাতালে ও কয়েকজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর।

আরও পড়ুন-এসো মা লক্ষ্মী

জানা যাচ্ছে, বুড়ামালা এলাকা থেকে দেউলটির ফুল মার্কেটে ফুল নিয়ে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডের কাছেই পিক আপ ভ্যানে ফুল তুলছিল তারা। হঠাৎ পিছন থেকে দ্রুত গতিতে একটি ট্রাক এসে ধাক্কা দেয়। কেউ গাড়ির নীচে পিষে যান, কেউ জলে ডুবে যান। খুব দ্রুত ছুটে যান স্থানীয় বাসিন্দারা। জল থেকে কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন তারা। এরপর খবর দেওয়া হয় পুলিশে।

Latest article